জেলা 

দুমাস মিড ডে মিল বন্ধ করে সরকারি বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্তের নেপথ্যে দূনীর্তি রয়েছে বলে দাবি করলেন অধীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মিড ডে মিলের টাকা আত্মসাৎ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় দুমাস সরকারি বিদ্যালয় ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় দু মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন বহরমপুরের বিদায়ী সাংসদ ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । তিনি এই প্রসঙ্গে বলেন ,আসলে মিড ডে মিলের টাকা আত্মসাৎ করে তাকে ধামাচাপা দিতেই এই পদক্ষেপ। তাই এই বিষয় নিয়ে আমরা আন্দোলনে নামবো।

বুধবার বহরমপুরে কংগ্রেসের জেলা কার্যালয়ে  বসে সাংবাদিকদের কাছে এই ভাষাতেই রাজ্যের বর্তমান শাসক দলকে তুলোধোনা করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি এইদিন মমতা ব্যানার্জীকে তীব্র ভাষায় কটাক্ষ করে বলেন, দু’মাস স্কুল বন্ধ রেখে সারা বিশ্বে নতুন রেকর্ডের সৃষ্টি করলেন মমতা। যার নাম বন্ধশ্রী। গ্রীষ্মকালে ঘুর্ণিঝড়, কালবৈশাখী, বর্ষায় বন্যা তো হবেই। তেমনিভাবে রমজান, পুজো সহ বিভিন্ন ধর্মীয় উৎসব আসবে। এর সঙ্গেই তো আমাদের বসবাস,  তার জন্য দীর্ঘ দু’মাস স্কুল বন্ধ করে রাখতে হবে?

Advertisement

এছাড়াও অধীরবাবু এদিনের সাংবাদিক বৈঠকে জানান, স্কুল বন্ধ রাখা মানে মিড ডে মিল বন্ধ করা আর মিড ডে মিল বন্ধ করা মানে গরীব ছাত্র-ছাত্রীদের পেটের আহার কেড়ে নেওয়া। এর মাধ্যমে মমতা একটা বড় দুর্নীতির জন্ম দিচ্ছে।এর পাশপাশি তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, মিড ডে মিলের টাকায় নির্বাচনের সময় তথাকথিত উন্নয়ন করা হচ্ছে। আর এই দুর্নীতিকে ঢাকতেই মমতার এই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 − 3 =