কলকাতা 

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরন করছে চার পুলিশ কর্তার বদলিতে ক্ষোভ প্রকাশ করে কমিশনকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী

শেয়ার করুন
  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নির্বাচন কমিশন আচমকা রাতের বলে এক নির্দেশ জারি করে পুলিশ কর্তাদের বদলি করেছে । কলকাতা পুলিশ কমিশনার , বিধাননগরের কমিশনার ,বীরভূম ও ডায়মন্ডহারবারের এসপিকে বদলি করেছে কমিশন গতকাল রাতেই ।

আর এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিস কর্তাদের বদলির ঘটনায় কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। কমিশনের এভাবে হঠাৎ করে বদলির সিদ্ধান্তের এদিন কঠোর সমালোচনা করেন তিনি। জানা গিয়েছে, ২ পুলিস কমিশনার ও ২ পুলিস সুপারের বদলি ইস্যুতে নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আজকের মধ্যেই কমিশনে পৌঁছবে মুখ্যমন্ত্রীর চিঠি।

Advertisement

প্রসঙ্গত, শুক্রবার রাতেই কলকাতা পুলিস কমিশনার পদ থেকে অনুজ শর্মাকে সরিয়ে নতুন নগরপাল করা হয় রাজেশ কুমারকে। উল্লেখ্য, রাজীব কুমাকে সরিয়ে অনুজ শর্মাকে কলকাতা পুলিস কমিশনার পদে মাত্র ২ মাস আগেই নিয়োগ করা হয়েছিল। একইসঙ্গে বদলি করা হয়েছে বিধাননগরের পুলিস কমিশনার জ্ঞানবন্ত সিংকেও। তাঁর জায়গায় বিধাননগর পুলিসের কমিশনার করা হয়েছে নটরাজন রমেশ বাবুকে। কমিশন সূত্রে খবর, কলকাতা ও বিধাননগর- এই ২ পুলিস কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। সেই অভিযোগ খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেয় কমিশন।

পাশাপাশি, বীরভূমের পুলিস সুপার ও ডায়মন্ড হারবার পুলিস জেলার সুপারের পদেও বদলি করা হয়। বীরভূমের নতুন পুলিস সুপার হয়েছেন আভান্নু রবীন্দ্রনাথ। আর ডায়মন্ড হারবার পুলিস জেলার সুপার করা হয়েছে শ্রীহরি পান্ডেকে। বদলির পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যে সকল অফিসারকে পদ থেকে সরানো হল, তাঁরা নির্বাচনের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

 


শেয়ার করুন
  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − 10 =