কলকাতা 

প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়াল হাইকোর্ট

শেয়ার করুন
  • 36
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকার অনুমোদিত স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের কাউন্সেলিং-এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। মামলার চূড়ান্ত শুনানি হবে জুলাইয়ে।  এর আগে গত ২২ জানুয়ারি ও ২০ ফেব্রুয়ারি ২ বার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল আদালত।

সেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ ছিল ৩১ মার্চ পর্যন্ত। এদিন সেই মেয়াদ বাড়ানোর নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। উল্লেখ্য, সরকারি স্কুলে প্রধান শিক্ষক হতে গেলে ২০১৫ সাল পর্যন্ত স্নাতকোত্তরে ৪০ শতাংশ নম্বর লাগে। ২০১৬ সালে তা বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয় এবং ২০১৭ সালে ৫০ শতাংশ করা হয়। এছাড়াও কমপক্ষে দশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন এবং বিএড আবশ্যক করা হয়। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে সবাইকে পরীক্ষায় বসার অনুমতি দেয় আদালত। কিন্তু মামলাকারি চাকরিপ্রার্থীর আইনজীবী একরামুল বারির দাবি, এই পরীক্ষার ফলপ্রকাশ করা হয়নি। ফলে তারা কাউন্সিলিং-এ ডাক পাচ্ছেন না। ফলে আবার মামলা আসে আদালতে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে কাউন্সেলিং হওয়ার কথা ছিল।

Advertisement

শেয়ার করুন
  • 36
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

13 + seventeen =