কলকাতা 

ইডেন গার্ডেন থেকেও সরানো হল ইমরানের ছবি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জম্মু-কাশ্মীরের পুলওয়ামার ঘটনার পর দেশের অধিকাংশ স্টেডিয়াম থেকে পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে নেওয়া হয়েছিল । কিন্ত কলকাতার সিএবি জানিয়েছিল আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । কিন্ত শুক্রবারই বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুমকি দিয়ে বলেছিলেন ইডেন থেকে ইমরান খানের ছবি না সরানো হলে ভবিষ্যতে যুব মোর্চা ধরনায় বসবে । এদিকে, শনিবার ইডেন গার্ডেন্সের সামনে ধরনায় বসে বিজেপির যুব মোর্চা। ক্রিকেটের স্বর্গোদ্যান থেকে দ্রুত ইমরান খানের ছবি সরানোর দাবিতে বিক্ষোভ দেখান তারা। ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তিও হয় বিক্ষোভকারীদের। গ্রেফতার হন রাজু বন্দোপাধ্যায় সহ বিজেপি অন্যান্য নেতারা।

এরপরেই শনিবার ইডেন থেকে প্রাক্তন পাক অধিনায়ক তথা পাক প্রধানমন্ত্রী ইমরান খানসহ অন্যান্য পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে নেওয়া হবে বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর দেশের বিভিন্ন স্টেডিয়াম থেকে সরিয়ে ফেলা হয়েছে পাক ক্রিকেটারদের ছবি৷ বোর্ডের মুম্বই হেডকোয়ার্টার থেকেও পাকিস্তানের ক্রিকেটারদের স্মৃতি সরিয়ে ফেলা হয়েছে৷ এরপরই যুব মোর্চার বিক্ষোভের আবহে অবশেষে ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্স থেকে ইমরান সহ পাক ক্রিকেটারদের ছবি সরানোর সিদ্ধান্ত নিলেন সিএবি প্রেসিডেন্ট।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − eight =