কলকাতা 

প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া দাওয়াই উচ্চমাধ্যমিক সংসদের ;মোবাইল নিয়ে কোনো পরীক্ষার্থী ধরা পড়লে বাতিল হবে রেজিষ্ট্রেশন

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সদ্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষায় প্রায় সব কটি প্রশ্নপত্র সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অভিযোগ । তাই প্রশ্ন পত্র ফাঁস রুখতে আরও কড়া দাওয়াই পথে হাঁটল উচ্চ-মাধ্যমিক সংসদ । এবার সিদ্ধান্ত পরীক্ষার এক ঘন্টা আগে সব পরীক্ষার্থীদের বিদ্যালয়ের ক্যাম্পসে ঢুকিয়ে নেওয়া হবে । তাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করার ব্যবস্থাও থাকবে । এতেও উচ্চ-মাধ্যমিক সংসদের মনে হয়েছে কোথাও ঘামতি রয়েছে তাই এবার অন্যপথে সিদ্ধান্ত নিতে চলেছে । আরও কড়া পদক্ষেপ ।

উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস শনিবার সাংবাদিক সম্মেলনে আরও কড়া দাওয়াই কথা বলেছেন । তিনি বলেন,  পরীক্ষা চলাকালীন  সময়ে কোনও পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন পাওয়া গেলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে ৷ কোনওদিন সে আর পরীক্ষায় বসতে পারবে না ৷  প্রশ্নপত্রের খামে থাকবে কম্পিউটার ট্র্যাকিং স্টিটেম ৷

Advertisement

তিনি আরও বলেছেন , স্কুলের প্রধান শিক্ষক ছাড়া কারোর কাছেই মোবাইল ফোন থাকবে না৷ এক চতুর্থাংশ কেন্দ্রে মোবাইল ডিটেকশন থাকবে৷

কোনও পরীক্ষার্থীকেই প্রথম এক ঘন্টায় টয়লেট যাওয়ার অনুমতি দেওয়া হবে না৷ এমনকি পরীক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাও বাইরে যেতে পারবেন না৷প্রতিটি ঘরে তিনজন করে পরিদর্শক থাকবে৷ পরীক্ষা কেন্দ্রে খোলা হবে কন্ট্রোল রুম৷ নিয়ম ঠিকমতো পালন করা হচ্ছে কিনা সেখান থেকে তা নজর রাখা হবে৷এছাড়া সিসিটিভির নজরদারি থাকবে৷

সংসদ সভাপতি জানিয়েছেন, প্রশ্নপত্রের খামে থাকবে কম্পিউটার ট্র্যাকিং স্টিটেম৷তিনি বলে ‘গোপনে প্রশ্ন বের করলে ধরা পড়বে৷ আমাদের কাছে অ্যালার্টও আসবে৷’গত দুবছর ধরেই এই পদ্ধতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চালু রয়েছে৷ ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ চলবে ১৩ মার্চ পর্যন্ত৷

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − 11 =