জেলা 

জম্মু কাশ্মীরের পুলওয়ামার শহীদ জওয়ানদের স্মরণে বৈদ্যবাটিতে দোয়ার মজলিস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রবিবার হুগলির বৈদ্যবাটি কাজিপাড়ায়এক দোয়ার মজলিস ও তীব্র ধিক্কার সভা করা হল অলবেঙ্গল মাইনোরিটি আ্যাসোসিয়েশন এর উদ্দোগে। উক্ত সভায়  বক্তাদের বক্তব্য উঠে আসে। সম্প্রতি কাশ্মিরের পুলওয়ামায় 42বীরশহিদদেরবিষয়ে ওআহতদের জন্য প্রার্থনা ও সুস্থতা কামনা করা হয়। কাশ্মীরেরসেনানীদের উপর জঙ্গী দের এই হামলা অত্যন্ত লজ্জাজনক ও ঘৃন্যতম কাজ। গোয়েন্দা দফতর কেন আগাম সতর্ক বার্তা দিলেননা! তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক কোন তদন্তের পদক্ষেপ গ্রহন করল না কেন আজ অবধি।

শহীদদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। যারা জীবনের বিনিময় দেশকে রক্ষা করে, রক্তের বিনিময় দেশ কে রক্ষা করে। তারাই হল প্রকৃত বীর। অলবেঙ্গল মাইনোরিটি আ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না বক্তব্যে তীব্র ধিক্কার জানিয়ে বলেন, হত্যাকারীর কখনও কোন ধর্ম হয় না। যারা মানুষকে হত্যা করে তারা কখনই মানুষ হতে পারে না তাদের কোন ধর্ম নেয়। হাজি আব্দুর রশীদ সাহেব অশ্রু বিগলিত নয়নে শহীদদের স্মরণ করে বলেন এর পুনরাবৃত্তি যেন না ঘটে। তারা আমার দেশের সন্তান। হাফেজ মিযানুর রহমান, হাফেজ আকরাম, মৌলানা জামশেদ সাহেবের দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়। লোকসমাগম হয় চোখে পড়ার মত।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 4 =