কলকাতা 

বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনের পর মন্ত্রী ও বিধায়ক-সাংসদদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : নদিয়ার বিধায়ক সত্যজিত বিশ্বাসকে খুনের ঘটনায় মন্ত্রী, বিধায়কদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্য সরকার সব জেলা পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে। তাদের ব্যক্তিগত দেহরক্ষী বা নিরাপত্তা রক্ষী ছুটিতে থাকলে সেই জায়গায় বিকল্প কাউকে নিয়োগ করা হয়েছে কিনা সেই বিষয়টি বিশেষ ভাবে দেখার জন্যে স্বরাষ্ট্র দপ্তর থেকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য সত্যজিত বিশ্বাসকে যেদিন গুলি করা হয় সেদিন তার দেহরক্ষী ছুটিতে ছিলেন। পাশাপাশি রাজ্যের বিধায়ক, মন্ত্রীদের বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে তা নিয়েও পুলিশ সুপারদের কাছ থেকে দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে। ভিআইপি দের নিরাপত্তা নিয়ে প্রয়োজনে তাদের ক্যাটাগরি বদল করার বিষয়টিতেও জোর দিতে বলা হয়েছে।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × four =