কলকাতা 

সুপ্রীম কোর্টের নির্দেশ মত ১৬ হাজারেরও বেশি বাগিচা শ্রমিকের বকেয়া মিটিয়ে দিয়েছে বলে দাবি রাজ্য সরকারের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : সুপ্রীম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার উত্তরবঙ্গের ডুয়ার্সের আঠাশটি চা বাগানের শ্রমিকদের বকেয়া থাকা মজুরির একাংশ মিটিয়ে দিয়েছে। ১৬ হাজারেরও বেশি শ্রমিকের আবেদনের প্রেক্ষিতে রাজ্য সরকার তাদের বকেয়া বাবদ এখনও পর্যন্ত বারো কোটি টাকারও বেশি অর্থ মিটিয়ে দিয়েছে বলে শ্রম দপ্তর সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে এখনও রেডব্যাঙ্ক, সুরেন্দ্রনগর, কাঠালগুড়ি ও ঢেকলাপাড়ার মত বাগানগুলি থেকে শ্রমিকদের বকেয়া সংক্রান্ত কোন তথ্য না মেলায় তিন হাজার শ্রমিকের বকেয়া মেটানো যায়নি বলে জানা গিয়েছে। উল্লেখ্য দু’টি চা শ্রমিক সংগঠনের তরফে দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে সুপ্রীম কোর্ট গত বছরের এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ ছাড়াও কেরল, তামিলনাডু ও অসম এই চারটি রাজ্যকে শ্রমিকদের বকেয়ার একাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল।

Advertisement

এরপরেই রাজ্য সরকার বকেয়া মেটাতে ১৫ কোটি টাকার একটি তহবিল তৈরি করে। বকেয়া মজুরির জন্যে রাজ্য থেকে ৯৫১টি আবেদন পত্র জমা পড়েছিল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − 10 =