কলকাতা 

” জবাব দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষ তৈরি; যখন ভোট হবে দেখবেন ওরা একেবারে শূন্যের তলায় গিয়ে পৌঁছাবে ” বিজেপি-আরএসএসকে কটাক্ষ করে মন্তব্য মমতার

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে অশান্তির নেপথ্যে বিজেপি ও আরএসএস আছে বলে মঙ্গলবার আরও একবার বললেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি আবারও তীব্র ভাষঅয় আক্রমণ করেন । মঙ্গলবার তিনি দিল্লিতে কেজরিওয়াল ও অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর মোদী বিরোধী মঞ্চে যোগ দিতে তিনি দিল্লি যান । বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মোদীর বিরুদ্ধে বলেন, “গুসসা কা রাজনীতি করছেন প্রধানমন্ত্রী। ইনস্টিটিউশনকে অপব্যবহার করছেন তিনি। এরাই আমাদের জ্ঞান দেয়। সব জায়গায় এরা হিংসার রাজনীতি করে। ভূপেন হাজারিকাকে নিয়ে তাঁর পরিবারের সিদ্ধান্তকে আমি সম্মান করি। আজ আমি ধরনা মঞ্চে যাব। কেজরিওয়াল আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। দিল্লির গোর্খাভবনে আমার ব্যক্তিগত অনুষ্ঠানও রয়েছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এইরকম ভয়ঙ্কর দুরাবস্থা আমরা কখনও দেখিনি। নিজেরা সবসময় বসে বসে গণতন্ত্রের জ্ঞান দেন। কিন্তু নিজেদের রাজ্যে বিরোধীদের কোনও গণতান্ত্রিক সভা করতে দেন না। আজ বিমান বন্দরে অখিলেশ যাদবকে আটকানো হয়েছে। পশ্চিমবঙ্গে এসে সোয়াইন ফ্লু নিয়ে প্রোগ্রাম করে চলে যাচ্ছে। আমরা কিন্তু অনুমতি দিচ্ছি। এমন অবস্থা যে, পুলিশ পর্যন্ত খুন হয়ে যায়। নানা দুর্নীতির মামলায় সাক্ষীর অভাবে সব জামিন পেয়ে যাচ্ছে।”

Advertisement

এদিন তিনি রাজ্যের খুনখারাপির রাজনীতির নেপথ্যে বিজেপি-আরএসএসকে দায়ী করে বলেন ,”আরএসএস-এর লোকেরা যেভাবে বিজেপি-র সঙ্গে মিলে খুনখারাপির রাজনীতি করছে, তাতে আমার ধারণাটাই বদলে যাচ্ছে ওদের সম্বন্ধে। গণতন্ত্রের বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে ওদের।”

তিনি আরও বলেন, ” আমি মনে করি জবাব দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষ তৈরি। যখন ভোট হবে দেখবেন ওরা একেবারে শূন্যের তলায় গিয়ে পৌঁছাবে।”

 

 

 


শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − fifteen =