কলকাতা 

হামলার আশংকায় নিরাপত্তার দাবি করে রাজনাথের কাছে মুকুল ; গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন হাইকোর্টে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি মূলত তাঁর নিরাপত্তার দাবি জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন । একই সঙ্গে তিনি মন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন । চিঠিতে মুকুল লিখেছেন, তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক । তাঁর আশঙ্কা রাজ্যের আইনশৃঙ্খলার যা অবস্থা তাতে তাঁর উপর যে কোনও সময় হামলা হতে পারে। তাই দ্রুত নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়েছেন বিজেপি দলের কার্যকরী কমিটির সদস্য ও রাজ্য বিজেপির নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায় ।

অন্যদিকে,  মুকুল রায় আজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন ।  বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আগাম জামিনের আবেদন জানান তিনি। বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদনের শুনানি হতে পারে।

Advertisement

মুকুলের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত বলেন, “আমার মক্কেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে হাইকোর্টে। প্রায় ১৬-১৭টি মামলা চলছে। কোনওটিতেই অভিযোগ প্রমাণিত হয়নি। একইভাবে বিধায়ক খুনের ঘটনাতেও তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। তাই তিনি আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি।” ।

উল্লেখ্য গত ৯ ফেব্রুয়ারি নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে সরস্বতী পুজোর অনুষ্ঠানে গুলি করে খুন করা হয়। সেই ঘটনায় মুকুল রায়ের বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন মুকুল।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five − 3 =