প্রচ্ছদ 

Narendra Modi: ভারত এখন এক ‘চরম অসাম্যের দেশ’ বলে চিহ্নিত হলো আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে ,চরম অস্বস্তিতে মোদী সরকার

বাংলার জনরব ডেস্ক : ফের অস্বস্তিতে পড়লো মোদি সরকার। এক আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে বলা হয়েছে ভারতের দরিদ্র দেশ নয় এখানে চলছে চরম অসাম্য। ডিজিটাল আনন্দবাজারে প্রকাশিত রিপোর্টে যা বলা হয়েছে তা পাঠকদের জন্য তুলে ধরা হলো: “আজ ‘বিশ্ব অসাম্য রিপোর্ট’ জানাল, ভারতের নীচের সারির অর্ধেক মানুষের হাতে দেশের সম্পদের প্রায় কিছুই নেই। অথচ ধনীরা অত্যন্ত ধনী। ২০২১-এ দেশের মোট আয়ের পাঁচ ভাগের এক ভাগই গিয়েছে দেশের উপরের সারির এক শতাংশ মানুষের হাতে। অথচ নিচু তলার ৫০ শতাংশ মানুষকে দেশের মোট আয়ের মাত্র ১৩ শতাংশ নিয়েই দিন গুজরান করতে হয়েছে। প্যারিস…

আরও পড়ুন