জেলা 

Anis Khan: আনিসের হত্যা রহস্যের তদন্ত এবং দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবিতে বাম ছাত্র যুবদের ডাকা হাওড়া গ্রামীণ- র এসপি অফিস ঘেরাওকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রানিহাটি – পানিয়ারা, গ্রেফতার মীনাক্ষী সহ আট নেতা

বাংলার জনরব ডেস্ক : আজ শনিবার পূর্ব ঘোষণা মতো আনিস খানের হত্যা রহস্য উন্মোচন ও নিরপেক্ষ তদন্তের দাবিতে হাওড়া গ্রামীণের এসপি অফিস ঘেরাও কর্মসূচি ছিল। এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠলো পানিয়ারা চত্বর। বাম ছাত্র-যুবদের বিক্ষোভের জেরে জাতীয় সড়ক (দীঘা ও হলদিয়া) অবরুদ্ধ। এদিন রীতিমত যুদ্ধদেহিং মনোভাব নিয়ে আন্দোলনে শরিক হয় বাম ছাত্র যুবরা। তারা একের পর এক পুলিশ গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ।  পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চালায় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রনে আনতে লাঠিচার্জ করল পুলিশ। ফাটানো হল কাঁদানে গ্যাসের সেল। আনিস খানের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখায় বাম…

আরও পড়ুন