দেশ 

Cyclone Asani : পর্যটকদের আকর্ষণ করার জন্য সমুদ্রের উপর ৮০ লক্ষ টাকায় তৈরি হয় ভাসমান সেতু, উদ্বোধনের দু’দিন পরই ভেঙে গেল, বিধায়কের সাফাই, নষ্টের মূলে ‘অশনি’ই

বাংলার জনরব ডেস্ক : পর্যটকদের আকর্ষণ করার জন্য সমুদ্রের উপর তৈরি হয়েছিল ভাসমান সেতু। প্রায় ৮০ লক্ষ টাকা খরচ করে এটা তৈরি হয় । বড় মুখ করে উদ্বোধনও হয়ে যায় । আর এই উদ্বোধনের ঠিক তিন দিন পরেই সেতুটির মাথায় ভেঙে পড়ল । ঘটনাটি ঘটেছে কর্নাটকের উদুপির মালপে সৈকতে। সেখানে পর্যটকদের জন্য প্রায় ৮০ লক্ষ টাকা খরচ করে বানানো হয়েছিল সমুদ্রে ভাসমান সেতু। প্রচারে কর্নাটক সরকার বলেছিল, এই সেতুতে ঢেউয়ের মাথায় চড়ে হাঁটতে পারবেন মানুষ। ঢেউয়ের ওঠা-পড়ার দুলুনি বোঝা যাবে সেতুর উপরে হাঁটতে হাঁটতেই। গত শুক্রবার সেতুটির উদ্বোধন হয়। দু’দিন…

আরও পড়ুন