কলকাতা 

TET: ২০১৭ সালের টেটেও প্রশ্ন ভুল! মামলা দায়ের হাই কোর্টে, শুনানি ২২ জুলাই

প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতার মান যাচাইয়ের পরীক্ষা (টেট)-য় আবারও ভুল প্রশ্নের অভিযোগ উঠল। এ বার আতশকাচের তলায় ২০১৭ সালের পরীক্ষা। এ নিয়ে অভিযোগকারীর করা মামলা গ্রহণ করল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। বাংলা, পরিবেশ বিদ্যা-সহ বিভিন্ন বিষয়ের আটটি প্রশ্ন ভুল রয়েছে বলে অভিযোগ করা হয়েছে আদালতে। হাই কোর্টে মামলাটি করেন রাজু গাজি নামে এক ব্যক্তি। আদালতের কাছে তাঁর প্রশ্ন, প্রতি বার প্রাথমিক শিক্ষা পর্যদ ‘ইচ্ছাকৃত ভাবে’ ভুল কী ভাবে করে? তাঁর অভিযোগ, এ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আদালতের কাছে আবেদন…

আরও পড়ুন