School : শিক্ষক সমাজের দাবি গরমের ছুটি এগিয়ে আনার,দাবি অগ্রাহ্য করে মর্নিং স্কুল চালুর নির্দেশিকা জারি শিক্ষা দপ্তরের
বাংলার জনরব ডেস্ক : গরমের ছুটি এগিয়ে আনা নিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি ,তবে মর্নিং স্কুল চালু করার বিষয়ে নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। বিকাশ ভবন সোমবার নির্দেশ দিয়েছে, গরমে সুস্থ থেকে পড়ুয়ারা যাতে স্কুলে যেতে পারে, সেই জন্য প্রাথমিক, এসএসকে, এমএসকে থেকে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক— সব স্তরেই ‘মর্নিং স্কুল’ অর্থাৎ সকালে স্কুল চালু করতে হবে। সংশ্লিষ্ট নির্দেশিকায় জানানো হয়েছে, মর্নিং স্কুল চালু হলেও পড়াশোনায় যাতে কোনও রকম ঘাটতি না-হয়, সেটা দেখতে হবে শিক্ষক-শিক্ষিকাদেরই। সব ক্লাস যাতে নির্দিষ্ট সময়ে হয়, তা নিশ্চিত করার যাবতীয় দায়িত্ব তাঁদেরই। তবে কবে…
আরও পড়ুন