কলকাতা 

Ripped Jeans: কৃত্রিমভাবে ছেঁড়া জিন্‌স পরে আসা যাবে না কলেজে, এলে টিসি দেওয়া হবে ! পড়ুয়াদের পোশাক নিয়ে কলকাতার এক নামী কলেজের নির্দেশ ঘিরে বির্তক

বাংলার জনরব ডেস্ক : হিজাব পড়ে যদি স্কুল-কলেজে না আসা যায় তাহলে ‘কৃত্রিমভাবে ছেঁড়া ’ জিনস পড়ে কলেজে আসা কী ঠিক ? এই খোদ কলকাতা শহরেই উঠে গেল । কলকাতার বিখ্যাত কলেজ আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের পক্ষ থেকে একটি  নোটিস জারি করে বলা হয়েছে, কৃত্রিম ভাবে ছেঁড়া কাপড় পড়ে কেউ কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না । আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের বিজ্ঞপ্তিতে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে ‘কৃত্রিম ভাবে ছেঁড়া’ ট্রাউজার্সের প্রসঙ্গ। নির্দেশ অমান্য করে ছাত্রছাত্রীদের কেউ এমন পোশাক পরে এলে তাঁকে ‘ট্রান্সফার সার্টিফিকেট’ (টিসি) দেওয়া হবে বলেও উল্লেখ রয়েছে…

আরও পড়ুন