সংখ্যালঘু অধিকার সুরক্ষা দিবসে ওবিসি ও ওয়াকফ নিয়ে সরব কামরুজ্জামান
বিশেষ প্রতিনিধি : সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর কোলকাতায় এক অনুষ্ঠানে সংখ্যালঘু দিবস উপলক্ষে এক আলোচনা সভায় রাজ্যের সংখ্যালঘু ছাত্র যুবদের ওবিসি সমস্যা নিয়ে সরব হন মহঃ কামরুজ্জামান। তিনি বলেন যেভাবে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার অধিকার খাদ্য অভ্যাসের অধিকার পোশাক পরিধানের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার যেভাবে প্রকাশ্য সভায় মুসলিম মহিলা ডাক্তারের হিজাব খোলার চেষ্টা করেছে তা অত্যান্ত নিন্দনীয়, অবিলম্বে বিহারের মুখ্যমন্ত্রী এই বিষয়ে সারা দেশের মানুষের কাছে ক্ষমা চাক। মোঃ কামরুজ্জামান আরো বলেন রাজ্যের ও ওবিসি তালিকা রদবদল করে সরকার মুসলিম ছাত্র যুবদের উপর অবিচার করছে অবিলম্বে পূর্বের ওবিসি তালিকা ফিরিয়ে এনে ছাত্র যুবদের শিক্ষা ও চাকরিতে অংশগ্রহণের সুযোগ দিক। পাশাপাশি রাজ্যের যে সমস্ত মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থানের ওয়াকাফ সম্পত্তি এক নম্বর খতিয়ান হয়ে গেছে সেগুলি অবিলম্বে পূর্বের খতিয়ানে ফিরিয়ে দেওয়া হোক।
প্রসঙ্গত ১৯৯২ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত ধর্মীয়, ভাষাগত, সংস্কৃতিগত সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা করার জন্য এই দিনটি সুনির্দিষ্ট করেন। প্রতিবছর এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশের সংখ্যালঘু মানুষ নিজেদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামানের নেতৃত্বে এদিনটিতে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন।

সংগঠনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী বলেন সরকার সাংবিধানিক কাজ করুক, শিক্ষা,স্বাস্থ্য,কর্মসংস্থান নিয়ে চিন্তা করুক। মন্দির তৈরি করা সরকারের কাজ নয়। বিজেপির মন্দির রাজনীতির মত মমতা সরকার যদি মন্দির নিয়ে রাজনীতি করে সেটা নিন্দনীয়।
বক্তব্য রাখেন সমাজকর্মী ছোটন দাস, সংগঠনের প্রাক্তন সভাপতি সালাহউদ্দিন আহমেদ, সহ সম্পাদক হাফেজ নাজমুল আরেফীন, শিক্ষক আলি আকবর সহ সভাপতি গোলাম রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা ওহিদুল ইসলাম জিয়াউর রহমান গায়েন সহ বিশিষ্টজনেরা ।

