দেশ 

‘ভারতের মুসলিমদের নদী এবং সূর্য পুজো করা উচিত’ আরএসএস নেতারে এই মন্তব্য ঘিরে বিতর্ক দেশজুড়ে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  ‘ভারতের মুসলিমদের নদী এবং সূর্য পুজো করা উচিত’। উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরে সংঘের একটি সভায় এমন নিদান দিলেন আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবেল। এই মন্তব্যকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে।

সন্ত কবীর নগরে মঙ্গলবার ছিল সভা। সেখানে দত্তাত্রেয় হোসাবেল বলেন, “এর মধ্যে কোনও ভুল নেই যদি মুসলিম ভাইরা সূর্য নমস্কার করেন। তাঁদের কী এমন ক্ষতি হবে? এই নয় যে তাঁদের মসজিদে যাওয়া আটকানো হচ্ছে।” আরও বলেন, “আমাদের হিন্দু ধর্ম হল সর্বশ্রেষ্ঠ। এখানে সবার কথা বলা হয়েছে।”

Advertisement

হোসাবেল দাবি করেন, সূর্যপ্রণাম আসলে যোগার অংশ। যা বিজ্ঞান ও স্বাস্থ্য ভিত্তিক একটি অনুশীলন। আরও বলেন, “এতে মুসলিমদের কী এমন ক্ষতি হবে? যাঁরা নমাজ পড়েন তাঁরা যদি ‘প্রাণায়াম’ করেন তাহলে কি ভুল? আমরা বলব না ‘যদি তুমি এটা করো, তাহলে তুমি নমাজ পড়া ছেড়ে দাও’।

হোসাবেলে এইসঙ্গে নতুন করে করে সংবিধান থেকে ‘ধর্মনিরেপক্ষ’ এবং ‘সমাজতান্ত্রিক’ শব্দ দুটি বাদ দেওয়ার দাবি তোলেন। মনে করান, জরুরি অবস্থা চলাকালীন এই দু’টি শব্দ যোগ করা হয়েছিল। ‘ধর্মনিরেপক্ষ’ এবং ‘সমাজতান্ত্রিক’ শব্দ বাদ বিষয়ে বিতর্কেও রাজি আছেন বলে জানান। যদিও আরএসএস নেতার মন্তব্য বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের প্রশ্ন, মুসলিমরা সূর্যপ্রণাম করবেন কিনা তা আরএসএস নেতা বলবেন কেন? নামাজ পড়া মন্দির যাওয়া আটকানোর প্রশ্ন উঠবে কেন?


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ