দিনহাটা সংহতি ময়দানে নীতিশ কুমারের হিজাব টানার ঘটনায় তীব্র প্রতিবাদ
দিনহাটা প্রতিনিধি : বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এক মুসলিম আয়ুষ ডাক্তার নুসরত পরভীনের নেকাব (হিজাব) জোর করে টেনে খোলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনাকে মুসলিমবিদ্বেষ ও নারীর ধর্মীয় অধিকারের উপর আঘাত হিসেবে দেখে দিনহাটার মুসলিম কমিউনিটি আজ বিকেল ৩:৩০ মিনিটে সংহতি ময়দানে নীরব অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালন করে।
ইউথ লিডিং ইন্সপিরেশানের হাসান আরশ (লিমন) বলেন, এটি উগ্র হিন্দুত্ববাদীদের পরিকল্পিত মুসলিমবিদ্বেষের অংশ। হিজাব মুসলিম নারীর ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। এই ঘটনা শুধু একজন নারীর নয়, সমগ্র কমিউনিটির সম্ভ্রমের উপর আঘাত। রাজ্যেও মুসলিম নারীদের হিজাব নিয়ে প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে। তিনি প্রশাসনের সুরক্ষা ও সুধী সমাজের সংহতির আহ্বান জানান।

তিনি আরও বলেন এটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিকভাবে ভারতের ভাবমূর্তি নষ্ট করছে।
প্রতিবাদের মুখ্য বক্তা ওয়াহিদ খন্দকার বলেন, এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নারীর সম্ভ্রম রক্ষার লড়াই। নীতিশ কুমারের কাছে ক্ষমা ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
প্রতিবাদে উপস্থিত ছিলেন আয যুমার সুন্নাহ ফাউন্ডেশন, আল্টিমেট হরাইজন গ্রুপ অব এডুকেশন ও এমএসপিএসএস-এর সদস্যসহ মাঞ্জুর আলম, ফিরোজ আহমেদ, বাবর উদ্দিন মিয়া প্রমুখ। শেষে দিনহাটা থানায় এফআইআর দায়ের করা হয়।

