কলকাতা 

কলকাতার মানিকতলায় ভয়াবহ দুর্ঘটনা! গুরুতর আহত কিশোর

শেয়ার করুন

বুধবার সাত সকালে দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মানিকতলার কাছে বেঙ্গল কেমিক্যালস মোড়ে। বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল ১২ বছরের কিশোর। আচমকা পিছন থেকে এসে একটি লরি ধাক্কা মারে বাইকে। রাস্তায় পড়ে যেতেই স্কুলপড়ুয়াটিকে পিষে দেয় লরিটি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। আহত পড়ুয়াকে উদ্ধার করে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা গিয়েছে, বুধবার সকালে স্কুল যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই পড়ুয়া। লরি ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে সে। অভিযোগ, তার পরেও লরিটি না থামিয়ে এগিয়ে যান চালক। তখনই চাকার নীচে চাপা পড়ে ওই কিশোর। লরি চালক পালানোর চেষ্টা করেন। কিন্তু স্থানীয়দের হাতে ধরা পড়ে যান।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ফুলবাগান থানার পুলিশ। স্থানীয়েরা ঘাতক লরির চালককে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘‘বেপরোয়া গতিতে ছুটছিল লরিটি। শেষ মুহূর্তে গতি নিয়ন্ত্রণ করতে না-পেরে বাইকে ধাক্কা মারে।’’ জানা গিয়েছে, আহত কিশোর বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র।

কলকাতার রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে স্কুলপড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে বার বার। গত বছর সল্টলেক এবং বাঁশদ্রোণীতে পথদুর্ঘটনায় মৃত্যু হয় দুই ছাত্রের।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ