কলকাতা 

বিশ্বের সেরা ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পেলেন বাংলার ডা. দেবঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সম্প্রতি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ারের যৌথ উদ্যোগে প্রকাশিত বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীদের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেলেন বাংলার কৃতি চিকিৎসক ও বিজ্ঞানী ডা. দেবঞ্জন বন্দ্যোপাধ্যায়। এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত সম্মানই বাড়ায়নি, বরং ভারতের মনোরোগবিদ্যা ও মানসিক স্বাস্থ্য গবেষণাকে আরও এক ধাপ এগিয়ে দিল।

সম্মাননা ও স্বীকৃতি

Advertisement

প্রতি বছর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিশ্বজুড়ে সেরা ২ শতাংশ গবেষকদের তালিকা প্রকাশ করে, যা এলসেভিয়ারের ডেটাবেস ও বিশদ মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে তৈরি হয়। চলতি বছরের পরিমার্জিত তালিকায় ১৫ জন ভারতীয় মনোচিকিৎসকের সঙ্গে স্থান পেয়েছেন ডা. দেবঞ্জন বন্দ্যোপাধ্যায়।

ডা. বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও গবেষক। তিনি বর্তমানে কলকাতার একটি নামী বেসরকারি হাসপালে কর্মরত। স্ট্যানফোর্ড তালিকা অনুসারে তিনি সাইকিয়াট্রিক (Psychiatric) বিভাগে এই সম্মান অর্জন করেছেন। পেশাগতভাবে তিনি জেরিয়াট্রিক সাইকিয়াট্রি অর্থাৎ প্রবীণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে বক্তা হিসেবে অংশ নিয়ে থাকেন এবং বহু গুরুত্বপূর্ণ গবেষণার সঙ্গে প্রধান গবেষক বা সহকারী লেখক হিসেবে যুক্ত।

এই আন্তর্জাতিক তালিকা তৈরির প্রক্রিয়া অত্যন্ত সুসংগঠিত ও বৈজ্ঞানিক। গবেষকদের কাজকে মূল্যায়ন করা হয় ২২টি মূল এবং ১৭৪টি উপ-মাপকাঠির ভিত্তিতে। গবেষণার মৌলিকতা, বাস্তব প্রয়োগ, ‘সাইটেশন’ সংখ্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করে সেরা ২ শতাংশ বিজ্ঞানীকে বেছে নেওয়া হয়।

আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পরে ডা. বন্দ্যোপাধ্যায় জানান, এই সম্মান ভারতের মানসিক স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রে নতুন দিক খুলে দেবে। তাঁর মতে, এই অর্জন দেশের তরুণ গবেষকদের অনুপ্রাণিত করবে এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে আরও সচেতনতা বাড়াতে সাহায্য করবে।

বাংলার চিকিৎসক গবেষকের এই সাফল্যে চিকিৎসা মহল স্বাভাবিকভাবেই গর্বিত।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ