মসজিদের ভিতরে ঢুকে জয় শ্রী রাম স্লোগান দেওয়া কোন ফৌজদারি অপরাধ নয়, রায় দিল কর্নাটক হাইকোর্ট
বাংলার জনরব ডেস্ক : মসজিদের ভেতরে ঢুকে জয় শ্রী রাম স্লোগান দেওয়াটা কোন ফৌজদারি অপরাধ নয় বলে রায় দিল কর্নাটক হাইকোর্ট। কর্ণাটক হাইকোর্টের এই রায় কে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। দুই ব্যক্তি সম্প্রতি মসজিদের ভিতরে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করেছিল পুলিশ এবং দুজনকে গ্রেফতার করেন। ওই দুই ব্যক্তি কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্ট দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের দায়ের করা ফৌজদারি মামলা বাতিল করে দিয়েছে।
মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় বিচারপতি এম নাগপ্রসন্নের নেতৃত্বাধীন বেঞ্চ উল্লেখ করে, ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলা কীভাবে কোনও সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তা বোধগম্য নয়।

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর রাতে একটি মসজিদের ভিতরে ঢুকে জয় শ্রী রাম স্লোগান দিয়েছিলেন অভিযু্ক্তরা। হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল তাঁদের বিরুদ্ধে। এর পরেই তাঁদের হেফাজতে নেয় পুলিশ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয় তাঁদের বিরুদ্ধে। এর পরেই অভিযুক্তরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলিকে চ্যালেঞ্জ করে কর্নাটক হাইকোর্টে একটি আপিল করে। তারই শুনানিতে অভিযোগ নাকচ করল আদালত।
কর্নাটক আদালত রায় দেওয়ার সময়ে উল্লেখ করেছে, যে মামলার অভিযোগকারী নিজেই বলেছেন যে হিন্দু ও মুসলমানরা সংশ্লিষ্ট এলাকায় সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। সেক্ষেত্রে জয় শ্রী রামে সমস্যা কোথায়? অভিযুক্তদের শাস্তির পক্ষে সওয়াল করলে, তা আইনের অপব্যবহার করা হয়। অভিযুক্ত পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় মসজিদে ঢুকে জয় শ্রীরাম স্লোগান দিলে তা ফৌজদারি অপরাধ হয় না। পুলিশের দায়ের করা এই অপরাধ বাতিল করে দিয়েছে কর্ণাটক হাইকোর্ট।
এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই কারণে হাইকোর্টের এই রায়কে সামনে রেখে এরপর যে কোন সংখ্যালঘু ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা গুরু সম্প্রদায়ের মানুষেরা গিয়ে তাদের ধর্মীয় স্লোগান দিতে শুরু করবে। আর এতে সাম্প্রদায়িক সম্প্রীতি যে বিপন্ন হবে তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না।

