কলকাতা 

জরুরি নথি চুরি করেছে ইডি অভিযোগ করে থানায় এফ আই আর করলেন প্রতীকের স্ত্রী

শেয়ার করুন

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে বৃহস্পতিবার সকাল থেকে ইডির তল্লাশি নিয়ে তুমুল উত্তেজনা। সকাল ৬টা থেকে ৯ ঘণ্টা ধরে চলে তল্লাশি। দুপুর ৩টে নাগাদ প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। এরপরই তাঁর পরিবারের তরফে প্রতীক জৈনের স্ত্রী শেক্সপিয়র সরণি থানায় ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছেন। জৈন পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ি থেকে জরুরি নথি চুরি করেছে ইডি।

বৃহস্পতিবার সকালে কয়লা পাচার মামলার তদন্তে দিল্লি, কলকাতা-সহ ১০ জায়গায় তল্লাশি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার মধ্যে অন্যতম আইপ্যাকের কার্যালয় এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়ি। সকাল ৬টা থেকে প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকে কিছু ফাইল হাতে নিয়ে বেরন।

Advertisement

পরে সল্টলেক সেক্টর ফাইভের কার্যালয়ে ইডি গেলে সেখানেও যান মুখ্যমন্ত্রী। ইডির বিরুদ্ধে তিনি অভিযোগ তোলেন, ছাব্বিশে ভোটের আগে তৃণমূলের আইটি সেলের অফিসে কেন্দ্রীয় তদন্তকারীদের হানা রাজনৈতিক উদ্দেশেই। দলের প্রার্থীতালিকা, নির্বাচনী রণকৌশল সব চুরির ছক ছিল ইডির। আর তিনি দলের সেসব নথিপত্র সঙ্গে নিয়ে এসেছেন। মমতা এও জানান, যতক্ষণ না প্রতীক জৈনের বাড়ি থেকে ইডি বেরবে, যতক্ষণ না প্রতীক সল্টলেকের অফিসে আসবেন, ততক্ষণ তিনিও ওই কার্যালয়ে থাকবেন।

এরপর দুপুর ৩টে নাগাদ লাউডন স্ট্রিটে জৈনদের বাড়ি থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে যান। প্রতীকও বেরিয়ে সল্টলেকের অফিসের উদ্দেশে রওনা দেন। অন্যদিকে, প্রতীকের পরিবারের তরফে স্ত্রী শেক্সপিয়র থানায় অভিযোগ দায়ের করেন। এফআইআরে অভিযোগ, ইডি আধিকারিকরা তাঁর বাড়ি থেকে নথি, তথ্য চুরি করেছেন। অন্যদিকে, আইপ্যাকের দফতরে ইডির হানা এবং তথ্য হাতানোর অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেছে তৃণমূল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ