সূচনা সংকল্প আনন্দ পুরস্কার পেলেন কবি ও সাংবাদিক সাকিল আহমেদ
স্মৃতি বিশ্বাস : বাংলা কবিতা ও সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সূচনা সংকল্প আনন্দ পুরস্কার পেলেন সাকিল আহমেদ।রবিবার সংকল্প পত্রিকার প্রকাশ ও সূচনা ব্যতিক্রমী গ্রুপের এই অনন্য সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কবি কমল দে সিকদার, ডঃ পার্থসারথি চক্রবর্তী, ডঃ সীমা রায়, কবি পুষ্পিতা চট্টোপাধ্যায়,কবি বিশ্বজিৎ রায়,বাচিক শিল্পী অঞ্জল বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
কবি সাংবাদিক সাকিল আহমেদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।সূচনার সম্পাদক নীপা চক্রবর্তী পুরস্কারের অর্থমূল্য তুলে দেন। পুরস্কার পেয়ে সাকিল আহমেদ বলেন এই প্রাপ্তি আমার জন্মদায়িনী মাকে উৎসর্গ করলাম।
Advertisement

শিয়ালদার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট সভাঘরে এই অনুষ্ঠানে ৫২ জন কবি ও বাচিক শিল্পী কবিতা পাঠ করেন

