দেশ 

‘বিষাক্ত’ কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায়, লাইসেন্স বাতিল করল তামিলনাড়ু সরকার

শেয়ার করুন

‘বিষাক্ত’ কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শিশুমৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সমগ্র দেশে। ইতিমধ্যেই ওষুধ প্রস্তুতকারী সংস্থার মালিক এস রঙ্গনাথনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার সংস্থার লাইসেন্স বাতিল করল তামিলনাড়ু সরকার। পাশাপাশি, সংস্থাটিকে শাটডাউনেরও নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

সোমবার তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর জানিয়েছে, কোল্ডরিফ প্রস্তুতকারক সংস্থা ‘স্রেসান ফার্মাসিউটিক্যাল কোম্পানি’র লাইসেন্স বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, সংস্থাটি সম্পূর্ণ বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। তাদের প্রস্তুত করা কফ সিরাপে বিষাক্ত রাসায়নিক পদার্থ ডাইথিলিন গ্লাইকল পাওয়া গিয়েছে। মধ্যপ্রদেশে একের পর এক শিশুমৃত্যুর ঘটনার সঙ্গে নাম জড়ায় ‘বিষাক্ত’ এই কফ সিরাপ ‘কোল্ডরিফ’-এর। তারপরই বিতর্ক তৈরি হয়। ওই ওষুধ প্রস্তুতকার সংস্থার মালিককে আগেই গ্রেফতার করা হয়েছিল। এবার বাতিল করা হল সংস্থার লাইসেন্সও।

Advertisement

প্রসঙ্গত, ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ২০ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। যা নিয়ে দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়। সাম্প্রতিক একটি পরীক্ষায় ধরা পড়েছে, সিরাপটিতে ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল রয়েছে। এই বিষাক্ত রাসায়নিকটির প্রয়োগে শিশুদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। একের পর এক শিশু মৃত্যুর ঘটনার পরেই নড়েচড়ে বসে কেন্দ্র। গত বুধবারই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কড়া নির্দেশ দিয়েছে তারা।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ