দুর্গাপুর কাণ্ডে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
বাংলার জনরব ডেস্ক : দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন কোন অভিযুক্তকে রেহাই করা হবে না দোষীরা কেউ ছাড়া পাবে না।
রবিবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন তিনি। গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই তিন জন গ্রেফতার হয়েছেন বলে জানান তিনি। একই সঙ্গে দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে কী ভাবে ওই পড়ুয়া রাতে বাইরে বেরোলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
Advertisement

তিনি বলেছেন ওই মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা কি আছে তাও খতিয়ে দেখা হবে? জঙ্গলমহল এলাকায় কিভাবে রাতের অন্ধকারে ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে তাও লক্ষ্য করা হবে তদন্ত করা হবে!

