ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! বেলাইন একাধিক কামরা, তারপরে দাউ দাউ করে অগ্নিকাণ্ড!
বাংলার জনরব ডেস্ক : ওভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল তামিলনাড়ুর তিরুভাল্লুরে। ট্রেনের চারটি কামরায় দাউ দাউ করে আগুন ধরে যায়, সেই সময়ে ডিজেল নিয়ে যাচ্ছিল ট্রেনটি। স্থানীয়দের দাবি ট্রেনটির দুটো কামরা প্রথমে বেলাইন হয়, তারপরে গোটা ট্রেনে আগুন ধরে যায়।
এতটাই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যে কালো ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই এলাকায় হাজির হয় দমকল। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে এই দুর্ঘটনায় কারও ক্ষতি হয়নি।

তবে আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকলকে। এলাকার পুলিশ সুপার জানিয়েছেন, ট্রেনের আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
জানা গিয়েছে ওই মালগাড়িটি মানালি থেকে তিরুপতি যাচ্ছিল। তিরুভাল্লুর স্টেশনের কাছে মালগাড়িটিতে আগুন লেগে যায়। তবে কী ভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু করা হযেছে।
এই দুর্ঘটনার জেরে চেন্নাইয়ে ট্রেন চলাচল ব্যাপক ভাবে প্রভাবিত হযেছে। আটটি ট্রেন বাতিল এবং পাঁচটি ট্রেন ঘোরানো হয়েছে।