দলিত হয়ে বিয়ে বাড়ি ভাড়া? এত বড় স্পর্ধা! বর কনের পরিবারকে বেধড়ক মারধর যোগী রাজ্যে
বাংলার জনরব ডেস্ক : হিন্দু হিন্দু ভাই ভাই বলা সত্বেও এখনো জাতিভেদ প্রথা নির্মূল করতে পারল না তথাকথিত হিন্দুত্বের সম্রাট যোগী আদিত্যনাথ। শুধুমাত্র দলিত হওয়ার কারণে এবং বিয়ে করার জন্য ভাড়া বাড়ি নেয়ার জন্য ওই পরিবারকে বেধড়ক মারধর করলো উচ্চবর্ণের কিছু মানুষ। যোগী আদিত্যনাথ এর প্রশাসন নিরব দর্শক হয়ে রইল। ঐ সকল ব্যক্তিদের প্রশ্ন করা হয় কেন তারা বিয়ে বাড়িতে এসে মারধর করছে, উত্তরের বলা হয়, ‘‘দলিত হয়ে বিয়েবাড়ি ভাড়া নিয়ে বিয়ের অনুষ্ঠান করিস কোন সাহসে?’’ লাঠি এবং রড দিয়ে পরিবারের একাধিক সদস্যকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
উত্তরপ্রদেশের বালিয়া জেলার রসড়া এলাকার ঘটনা। আক্রান্ত পরিবারটি জানিয়েছে, বিয়ে উপলক্ষে ‘স্বয়ম্বর ম্যারেজ হল’ নামের একটি বাড়ি ভাড়া করা হয়েছিল। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ, বিয়ের অনুষ্ঠান চলাকালীন সেই বাড়িতে আচমকা হানা দেন অন্তত ২০ জন। সকলের হাতে লোহার রড বা লাঠি ছিল। বিয়েবাড়িতে ঢুকেই চিৎকার করতে শুরু করেন তাঁরা। দলিত পরিবারটিকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। চিৎকার করেই এক জন প্রশ্ন করেন, ‘‘দলিত হয়ে তোরা বিয়ের জন্য হল ভাড়া করিস কী ভাবে?’’
অভিযোগ, বর এবং কনের সামনেই তাঁদের পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। দু’জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত পরিবারের এক জন রাঘবেন্দ্র গৌতম। তিনি শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ। এফআইআরে আমন সাহনি, দীপক সাহনি, রাহুল, অখিলেশ প্রমুখ এলাকার কয়েক জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও বাইরে থেকে কয়েক জনকে নিয়ে আসা হয়েছিল বলে অভিযোগ।
রসড়া থানার ইন-চার্জ বিপিন সিংহ জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। দলিত পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং তফসিলি জাতি ও উপজাতি আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।