বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাইল ভারত
বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাইল ভারত (India)। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal, spokesperson, ministry of foreign affairs) এক প্রশ্নের জবাবে বলেছেন, ভারত চায় বাংলাদেশে দ্রুত একটি নির্বাচিত সরকার (elected government) দেশ পরিচালনার দায়িত্ব নিক।
সেই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, তারা যেন নিজেদের ব্যর্থতার দায় ভারতের উপর না চাপায়। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যাগুলি সেখানকার বর্তমান সরকারকেই সমাধান করতে হবে। অজুহাত তৈরি করে সমস্যার সমাধান করা যায় না।
সম্প্রতি প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। তার আগে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। দলগুলির সঙ্গে বৈঠকে ইউনুস ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতার পিছনে ভারতীয় আধিপত্যবাদী ক্রিয়াকলাপের প্রভাব আছে।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেছিলেন, ভারতীয় আধিপত্যবাদের কারণেই গোটা দেশ সংকটে রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্য জরুরি।
বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রচারিত এই খবর সম্পর্কে মতামত দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তিনি বলেছেন, বাংলাদেশের সামনে যে সব চ্যালেঞ্জ রয়েছে সেগুলির মোকাবিলা তাদেরই করতে হবে। তার জন্য বাইরের কারও উপর দোষারোপ করা যায় না।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত দ্রুত নির্বাচনের কথা বলে আসছে। নয়াদিল্লির মত হল, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দরজা খুলে যাবে। তাৎপর্যপূর্ণ হল, বিএনপিও দেশে দ্রুত নির্বাচন চেয়ে ময়দানে নেমেছে। তারা ডিসেম্বরে ভোট চায়। অন্যদিকে, ইউনুস সরকার আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় চেয়েছে ভোটের জন্য। এমনকী একমাত্র বিএনপি-ই ডিসেম্বরে ভোট চায় বলে নাম না করে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা।