দেশ 

পাকিস্তানের হামলায় চলে গেলেন রাজৌরির জনপ্রিয় সরকারি আধিকারিক রাজকুমার থাপ্পা, জম্মু-কাশ্মীর জুড়ে শোক

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পাকিস্তানের হামলার ফলে মারা গেলেন জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার বাসিন্দারা এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজকুমার থাপ্পা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি গতকাল শুক্রবার একজন দায়িত্বশীল আধিকারিক হিসেবে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ নাগরিকদের খোঁজ খবর নিয়েছেন। এই যুদ্ধের আবহে তারা কেমন আছেন কি করছেন কার কি সুবিধা অসুবিধা সবকিছুই খোঁজ নিয়েছেন গতকাল শুক্রবার। এরপর উপমুখ্যমন্ত্রী সঙ্গে এলাকার বিভিন্ন জায়গায় পরিদর্শনে যান সন্ধ্যাবেলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন। প্রশাসনিক নানা বিষয়ে আলাপ-আলোচনা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।

শনিবার সকালে পাকিস্তানের গোলার আঘাতে বাড়িতেই মৃত্যু হল এই আধিকারিকের। জম্মু-কাশ্মীর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ২০০১ ব্যাচের অফিসার। কাজের জন্য তিনি প্রশাসনিক মহলে বেশ সুনাম অর্জন করেছিলেন। রাজৌরির তৃণমূল স্তরে তাঁর যোগাযোগ ছিল যথেষ্ট। জেলার যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় দেখা যেত রাজকুমারকে।

Advertisement

পহেলগাঁও কাণ্ডের জেরে ভারত-পাকিস্তানের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকা লক্ষ্য করে ক্রমাগত গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। তার মধ্যে রয়েছে জম্মু, পুঞ্চ, রাজৌরি, সাম্বা, আখনুর। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। বাসিন্দারা কতটা নিরাপদে রয়েছেন, কোন কোন জায়গায় হামলা বেশি হচ্ছে, তা খতিয়ে দেখতে শুক্রবার উপমুখ্যমন্ত্রী সুরেন্দ্র কুমার চৌধরির সঙ্গে বেরিয়েছিলেন কমিশনার রাজকুমার। তার পর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে ভিডিয়ো কনফারেন্সিংয়ে বৈঠকও করেন।

শনিবার নিজের বাসভবনেই ছিলেন রাজকুমার। প্রশাসনিক সূত্রের খবর, সেই সময় একটি পাক গোলা তাঁর বাড়িতে এসে আঘাত করে। আর তাতেই মৃত্যু হয় জম্মু-কাশ্মীরের শীর্ষ এই আধিকারিকের। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর। তিনি বলেন, ‘‘আমরা একজন দক্ষ এবং দায়িত্ববান অফিসারকে হারালাম। শুক্রবারই রাজকুমার থাপ্পার সঙ্গে অনলাইনে বৈঠক করেছিলাম। কিন্তু কয়েক ঘণ্টা পরই শুনলাম আমাদের এই দক্ষ অফিসারের মৃত্যু হয়েছে।’’

যে কোনও পরিস্থিতিতে সর্বাগ্রে ছুটে যেতেন এবং পরিস্থিতি সামাল দিতেন তিনি। আর সে কারণে স্থানীয়দের কাছেও তিনি ‘মসিহা’ হয়ে উঠেছিলেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ