কলকাতা 

যন্তর মন্তরে ধরনা দেবেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা! তৃণমূলের দালালরা দিল্লি যাচ্ছে ড্রামাবাজি করতে, দিল্লী পুলিশের লাঠির সাইজ আট ফুট কটাক্ষ শুভেন্দুর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : চাকরি হারা শিক্ষকদেরকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই চাকরি হারাতে একাংশ দিল্লিতে যাচ্ছেন দেশবাসীর নজর কাড়ার জন্য। তারা যন্তর মন্তরে অবস্থানে বসবেন বলে জানা গেছে। আজ সোমবার কলকাতার ধর্মতলা থেকে একটি বাসে ৬০ জন চাকরি হারা, দিল্লির দিকে রওনা দিলেন। আর এ খবর পেয়ে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বললেন দিল্লিতে যাচ্ছে যাক সেখানে গিয়ে দিল্লি পুলিশে লাঠি খেয়ে পালিয়ে আসবে।

সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের তুলোধোনা করে চাকরিহারাদের একাংশকে কটাক্ষ করতেও ছাড়লেন না। সোমবার থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে যোগ্য শিক্ষক-শিক্ষিকা ঐক্য মঞ্চের চাকরিহারারা (SSC)। যার মধ্যে রয়েছে রাজধানী অভিযানও। আর এই কর্মসূচির মধ্যেই নাটক খুঁজে পেয়েছেন তিনি।

Advertisement

শুভেন্দুর কথায়, “তৃণমূলের দালালরা দিল্লি যাচ্ছে। মেহবুব বলে ছেলেটা নিয়ে যাচ্ছে, যে কিনা মমতা বন্দ্যপাধ্যায়ের (Mamata Banerjee) বন্দনা করছিল। ওসব ড্রামাবাজি জানা আছে। দিল্লি পুলিশ আছে। লাঠির সাইজ আট ফুট।” তিনি আরও বলেন, “চাকরিহারাদের জন্য সমাধান মুখ্যমন্ত্রীর হাতেই আছে। সুপ্রিম কোর্টকে বলুন, হুজুর এই নিন যোগ্যদের তালিকা। তারপর শীর্ষ আদালত যা মনে করবে তাই করবে। আর অযোগ্যদের জন্য উনি জেলে যাক।”

বিরোধী দলনেতা মনে করেন, হয় ক্ষমতা না হলে টাকার বিনিময়ে মমতা অযোগ্যদের চাকরি দিয়েছেন। মুখ্যমন্ত্রী যোগ্যদের নাম ইচ্ছে করেই সামনে আনছেন না কারণ তাহলেই তিনি হাতেনাতে ধরা পড়ে যাবেন। সরকারও মেনে নিতে বাধ্য হবে অযোগ্যদের সার্ভিস দিয়েছে তারা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ