৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বাতিল মামলায় ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন বিচারপতি, শুনানি হল না আজ
বিশেষ প্রতিনিধি : ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল মামলায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নিলেন ডিভিশন বেঞ্চের অন্যতম সদস্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন।
সোমবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সেন এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে। কিন্তু বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ানোয় নিয়ম অনুযায়ী মামলাটি আর ওই ডিভিশনের বেঞ্চের বিচারাধীন রইল না।

এই প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, “ভেবেছিলাম আজ শুনানি হবে। কিন্তু বিচারপতি ব্যক্তিগত কারণে মামলা থেকে সরে দাঁড়ালেন। এটা নিয়ে বলার কিছু নেই। তবে এটাই আমাদের আর্জি যে, মাননীয় প্রধান বিচারপতি যেন এমন বেঞ্চে মামলা পাঠান, যেখানে দ্রুত শুনানি হয়।”
২০২৩ সালের মে মাসে কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। এই সংক্রান্ত আরও একটি মামলায় বিচারপতি অমৃতা সিংহ ৪২ হাজার নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট রাজ্যে ২৬ হাজার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। সেই রায়ের পরে সমাজের প্রায় সব স্তরেই আলোড়ন তৈরি হয়েছে। এরই মধ্যে প্রাথমিক চাকরি মামলার শুনানি ঘিরে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। হাই কোর্টে এই মামলার গতিপ্রকৃতি নিয়ে চর্চা চলছে নানা মহলে।