দেশ 

ভোররাতে কেঁপে উঠল উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: ফের কেঁপে উঠল ভারতের বিস্তীর্ণ অঞ্চল। সোমবার, ২৪ মার্চ ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি। এক ধাক্কায় থরতর করে কাঁপল উত্তরের লেহ, লাদাখ। কম্পন অনুভূত হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ।

এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৬ । জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) অনুসারে, ভোর ৪:৩২:৫৮ মিনিটে কম্পন অনুভূত হয় । ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষ ঘর থেকে বেরিয়ে আসে।

Advertisement

এর আগে গত ১৪ মার্চও কেঁপে উঠেছিল ভারতের পার্বত্য উত্তরাঞ্চল। গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয় ভূস্বর্গে। লে-লাদাখের থেকে কার্গিল কেঁপে ওঠে। কার্গিলের সঙ্গে সঙ্গে সমগ্র লে-লাদাখ এবং জম্মু-কাশ্মীরে এই কম্পন অনুভূত হয়েছিল। সেদিন কেঁপে উঠেছিল অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং-ও।  প্ররসঙ্গস প্রয়োজন, লেহ লাদাখ এমনিই ভূমিকম্পপ্রবণ অঞ্চল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ