সাম্প্রদায়িকতার বিষ বাষ্পের ঊর্ধ্বে উঠে, বিশ্বশান্তির উদ্দেশ্যে প্রার্থনায় ও পবিত্র রমজান মাসের উদযাপনে ছাত্ররা
অর্পণ বন্দ্যোপাধ্যায় : পবিত্র আজানের শব্দ ও দোয়র মাধ্যমে আজকের সন্ধ্যায় রোজা ভঙ্গ করলো ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্ররা। ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে এলাকার ধর্ম প্রাণ সকল মানুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রোজা ভঙ্গের প্রাক্কালে বিদ্যালয়ের চেয়ারম্যান জনাব আব্দুল হাই বর্তমান কালে ধর্মের নামে মানুষের মনে যে বিষ বপন করা হচ্ছে তার তীব্র বিরোধীতা করেন এবং তা সমাজ থেকে নিশ্চিহ্ন করতে ছাত্রছাত্রীদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন, বিদ্যালয়ের নির্দেশক সাইফুল্লাহ ফাহমি নদভী আগামী দিনে বিদ্যালয়ের ছাত্র রা বিশ্ব শান্তির উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে তার প্রতিশ্রুতি দেন। এলাকা বাসিকে, সব মিলিয়ে ভারতবর্ষে চিরাচরিত ধর্মীয় সম্প্রীতির সংস্কৃতির এক ক্ষুদ্র প্রকাশ ঘটেছিলো ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুলের আজকের ইফতারি মজলিসে, সম্পূর্ণ পরিবেশনা ও পরিকল্পনায় ছিল বিদ্যালয়ের আবাসিক ছাত্ররা। পরিশেষে মাগরিবের নামাজের মাধ্যমে ইফতারি মজলিস শেষ হয় এবং আগামী দিনে আরো এরকম ধর্মীয় সম্প্রীতির উৎসব উদযাপিত হবে বিদ্যালয় প্রাঙ্গণে এই আশা ব্যক্ত করে সকল আগত অতিথি ও বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয় শিক্ষক অর্পণ বন্দ্যোপাধ্যায়।