কলকাতা 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানালেন, অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: কলকাতার রিপন লেনে অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম এক আলোচনা সভার আয়োজন করে,আজ ১২ই মার্চ বুধবার। আলোচনা সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করেন, অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের সকল বক্তাগণ।

অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের সভাপতি তথা হাইকোর্টের আইনজীবী ইমরান আলী বলেন, বিজেপি বাংলার মাটিতে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তার ফলস্বরূপ হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডলের তৃনমূল কংগ্রেসে যোগদান। তিনি বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুসলিম নেতাদের চ্যাংদোলা করে মাটিতে ফেলে দেওয়ার যে ফাঁকা বুলি বলছে তারজন্য অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম রাস্তায় নেমে ব্যাপকভাবে আন্দোলন করবে। তিনি আরো বলেন, নিজের পায়ের মাটি সরে যাচ্ছে আরো সরে যাওয়ার আশঙ্কায় এবং নরেন্দ্র মোদী ও অমিত শাহের লালচোখ থেকে বাঁচার জন্য, বাংলায় বসে গাদ্দার বিরোধী দলনেতা শুভেন্দু আলটপকা বকে যাচ্ছেন।নিজে ভালোভাবে জানেন মমতা ব্যানার্জির হাতের ছোঁয়া না থাকলে এতদুর পৌঁছাতেই পারতো না শুভেন্দু।

Advertisement

আইনজীবী ইমরান আলী বলেন, বাংলা একটা মিলিত হিন্দু মুসলিমের পীঠস্থান এটাকে উওর প্রদেশের কালচার আনতে যারা চাইবে অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম সেইসব অশুভ শক্তির সহিত লড়াই করবে এবং তাদের কালো হাত ভেঙে গুঁড়িয়ে দেবে। তিনি আরো বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,আপনি জেনে রাখুন এই বাংলায় যতদিন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির মত অসাম্প্রদায়িক নেতারা থাকবেন, ততদিন বাংলার মাটি সাম্প্রদায়িক কালিমায় কলুষিত হবে না আর কেউ যদি এই খাঁটি মাটিকে কলুষিত করে বাংলার ধর্ম নিরপেক্ষ হিন্দু মুসলিম মানুষ বঙ্গোপসাগরের জলে ডুবিয়ে মারবে।তাই সাবধান শুভেন্দু বাবু আপনি যা বলেছেন অতি দ্রুত উইথড্র করে নিন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফোরামের সাধারণ সম্পাদক এম এ আলি,কনভেনার কামরুদ্দিন মালিক,কালু সিং, সৈকত দেবনাথ, ফাদার গোমস, মৌলানা আখতার ওয়েসী প্রমুখ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ