যোগীরাজ্যে প্রকাশ্যে দিবালোকে গুলি করে সাংবাদিক খুন
বাংলার জনরব ডেস্ক : যোগীরাজ্যে প্রকাশ্য দিবালোকে জাতীয় সড়কের উপরে গুলি করে খুন করা হলো সাংবাদিককে। নারকীয় এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। একটি জনপ্রিয় হিন্দি দৈনিক পত্রিকার স্থানীয় সাংবাদিক ছিলেন তিনি তার নাম রাঘবেন্দ্র বাজপেয়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে নিজের বাড়িতেই ছিলেন বছর ৩৫-এর রাঘবেন্দ্র। সেসময় তাঁর মোবাইলে একটি ফোন আসে। সেই ফোন পেয়েই তিনি বাইক চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। লখনউ-দিল্লি জাতীয় সড়কের উপর দিয়ে তিনি যাচ্ছিলেন। সেসময় আততায়ীরা গাড়িতে তাঁর পিছু নিয়ে বাইকের পিছনে গিয়ে ধাক্কা মারেন। সেই ধাক্কায় রাস্তায় পড়ে যান রাঘবেন্দ্র।
দুষ্কৃতীরা এরপর তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালান। তারপর এলাকা ছাড়েন তাঁরা। স্থানীয়রা উদ্ধার করে রাঘবেন্দ্রকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বুকে ও মাথায় গুলি লেগেছে বলে খবর। ঘটনার খবর পেয়ে পুলিশ অকুস্থল ও হাসপাতালে যায়। মাহোলি, ইমালিয়া এবং কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে আশপাশের এলাকায় তল্লাশি চলছে।
কিন্তু কেন এভাবে গুলি করে মারা হল ওই সাংবাদিককে? তিনি কি কোনও গুরুত্বপূর্ণ খবরের সূত্র পেয়েছিলেন? নাকি কোনও দুষ্কৃতী গ্যাংয়ের বিরুদ্ধে খবর করছিলেন? কেন ফোন পেয়েই দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যান রাঘবেন্দ্র? কে বা কারা ফোন করেছিলেন তাঁকে? সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। মৃতের মোবাইল ফোনটিও পরীক্ষা করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।