বর্জ্য প্লাস্টিকের রাস্তার শুভ উদ্বোধনে ড়ি এম, জিবনতলায়, দেখতে ভিড় কয়েক হাজার মানুষের
হাসিবুর রহমান : রাস্তায় আনে আস্তা এমনই ভরসা রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর থেকে ধারাবাহিকভাবে শহরের ঝা চকচকে রাস্তার মতো পত্যন্ত গ্রামগঞ্জেও একইভাবে রাস্তার প্রকল্পের কাজ শুরু করেছেন। তাতে গ্রাম গঞ্জের অলিতে গলিতে ঢালাই, পিসসহ একাধিক রাস্তা তে চকচকে হয়ে উঠেছে গ্রাম গঞ্জে রাস্তা গুলি। তাতেই গ্রামের মানুষ শহরমুখি হতে পেরেছে কর্মসংস্থানের জায়গায় পৌঁছাতে অনেক কম সময়ে তারা পৌঁছে যাচ্ছে এতে খুশি হয়েছেন রাজ্যের মানুষ পিস ঢালাই এর পরে।
এবার নতুন প্রকল্প ওয়েস্টেজ প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরীর প্রকল্প দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ২ নম্বর ব্লকের তাম্বুল্যা অঞ্চলের হমড়া গ্রামে, সর্বপ্রথম উদ্বোধন করলেন প্লাস্টিকের রাস্তা। উদ্বোধনী উপস্থিত ছিলেন জেলাশাসক, সুমিত গুপ্তা সেই সঙ্গে উপস্থিত ছিলেন ক্যানিং ২ নম্বর ব্লকের বিধায়ক সওকাত মোল্লা। এডিএম ,ব্লক ডেভেলপমেন্ট অফিসার , জেলা পরিষদের কর্মদক্ষ মোক্তার শেখ, স্থানীয় প্রধান মোকাবুল ও প্রাক্তন প্রদান রমজান মোল্লা। সহব্লকের দায়িত্বে থাকা নেতা নেত্রী কয়েক হাজার মানুষ ও এই রাস্তার সাক্ষী হতে তারাও উপস্থিত হন প্লাস্টিকের রাস্তা উদ্বোধন দেখতে দূর দূরান্ত থেকে সকাল থেকে মানুষ ভিড় করেন ওই এলাকায় ,
জেলাশাসক সুমিত গুপ্তা বলেন গঙ্গাসাগরে কয়েক লক্ষ মানুষের মকর সংক্রান্তি উদ্দেশ্যে স্নান করতে যারা বিভিন্ন রাজ্যে থেকে এসেছিল তাদের কাছে থাকা ওয়েস্টেজ প্লাস্টিক আমরা সংগ্রহ করি সেই প্লাস্টিক দ্বারা আজ তিন টনের অধিক প্লাস্টিক দিয়ে এই রাস্তা সর্বপ্রথম এখানেই শুভ সূচনা করা হচ্ছে যদি এটা টেকনোলজিতে সঠিকভাবে হয় এবং টেকসই হয় তাহলে আগামী দিনে ওয়েস্টেজ প্লাস্টিক দিয়ে রাস্তা করার পরিকল্পনায় আমরা এগোতে পারবো বলে তিনি জানান
ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন আজ প্লাস্টিকের রাস্তার শুভ সূচনায় ডি এম, এ টি এম, সহ ইঞ্জিনিয়ার একাধিক আধিকারিকসহ এই রাস্তার শুভ সূচনা করতে পেরেছি পত্যন্ত এই গ্রামে সাজিয়ে তলার উদ্দেশ্যে ।
এক সময় এই এলাকায় রাস্তাঘাট ছিল জরাজীর্ণ বেহাল অবস্থা ২০১১ সালের পর থেকেই ধারাবাহিকভাবে গ্রামগঞ্জে রাস্তা করতে পেরে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। তিনি বলেন আগামী দিনেও যতগুলো রাস্তার কাজ বাকি আছে আমরা সেদিকেও নজর রাখব।