আলিয়া সংস্কৃতি সংসদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৫ কলকাতায়
আসাদ আলী- বাংলার জনরবঃ গত ২৩ শে ফেব্রুয়ারি ২০২৫,রবিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাস ক্যাম্পাসে সকাল ১১ টা থেকে সারাদিনব্যাপী কলকাতা ছাড়ও রাজ্যের দূরদূরান্তের জেলাগুলি থেকে অসংখ্য কবি সাহিত্যিক সাংবাদিক গুণী ব্যক্তিত্ব গণের সক্রিয় অংশগ্রহণ ও আলিয়া সংস্কৃতি সংসদের সম্পাদক অধ্যাপক ডক্টর সাইফুল্লাহ শামীমের দক্ষ সঞ্চালনায় এবং তাঁর এক ঝাঁক ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় সাংস্কৃতিময় একটি অসাধারণ উপভোগ্য দিন উপহার পেল কলকাতা। আড়ালে থেকে সংস্থার অধ্যাপক সভাপতি আমজাদ হোসেন সাহেবের তদারকিতে বেশ কয়েকটি পর্বে এগিয়ে চলে অনুষ্ঠান পর্ব গুলি। প্রথম পর্বে উদ্বোধনী ও স্বাগত ভাষণ, আলিয়া সংসদের কথা- এই পর্বে ডক্টর রেজাউল করিম সাহেব, সংস্থার সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন সাহেব এবং সংস্থা সম্পাদক ডক্টর সাইফুল্লাহ শামীম সাহেব তাঁদের বক্তব্যে সংস্থার অতীত বর্তমান ও ভবিষ্যৎ রূপরেখা ও আগামী চলার পথের দিক নির্দেশনা দেন। দ্বিতীয় পর্বে বই পত্র পত্রিকা, এই পর্বে বিশিষ্ট গুণীজনদের সম্মাননা জ্ঞাপন সভাপতি ছিলেন বিশিষ্ট অঙ্কলজিষ্ট ডক্টর শঙ্কর কুমার নাথ, প্রগতি সম্পাদক মোহাম্মদ আলী, শিক্ষার প্রতি ও সমাজকর্মী সনৎ কর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মইনুল হাসান সাহেব।
প্রত্যেককে ফুল উত্তরীয় স্মারক ও মানপত্র দিয়ে সম্মাননা জানানো হয়। তৃতীয় পর্বে সংস্থার বই ও পত্র পত্রিকা প্রকাশ লেখক প্রকাশক কে উৎসাহিত ও তাদের সম্পর্কে বিশিষ্টজনদের দ্বারা আলোচনা। অধ্যাপক আমজাদ হোসেন সাহেবের সম্পাদনায় লুৎফর রহমান রচনা সমগ্র, আবু রায়হানের সম্পাদনায় এম আব্দুর রহমানের জীবনী মালা-৬, অশোক পালের সম্পাদনায় আজহারউদ্দিন খানের জীবনাবলী-৭, মোঃ মতিউল্লাহর সম্পাদনায় কবিরুল ইসলামের এষণা গ্রন্থমালা ২,ও নির্বাচিত কবিতা, আবু রায়হান সম্পাদিত আব্দুস শুকুর খানের সম্মাননা গ্রন্থমালা ২,ও নির্বাচিত কবিতা। এই পর্বেই উজ্জীবন পত্রিকা জানুয়ারি মার্চ ২০২৫ প্রকাশ হয় । চতুর্থ পর্বে ছিল গুণীজন পুরস্কার – লোকসংস্কৃতি গবেষক আইয়ুব হোসেন পান শহিদুল্লাহ পুরস্কার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রতিভা সরকার পান রোকেয়া পুরস্কার, কবি ও সাহিত্যিক রক্তিম ইসলাম পান মুশাররফ পুরস্কার । প্রত্যেককেই উত্তরীয় স্মারক মানপত্র ও অর্থ মূল্য দিয়ে সম্মাননা জানানো হয়। এই পর্বের সভাপতি ছিলেন অধ্যাপিকা ডক্টর মীরাতুন নাহার মহাশয়া।

পঞ্চম পর্ব আলোচনা পর্ব, এই পর্বে বক্তব্য রাখেন দৈনিক পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান সাহেব,একরাম আলী, নীলাঞ্জনা সান্যাল, ড. মীরাতুন নাহার, পার্থ চট্টোপাধ্যায়, সনৎ কর প্রমুখ । এ.কে ফজলুল হক- মুজিবুর রহমান ও আক্রাম খাঁ- গোলাম গৌস সিদ্দিকী এই দুই গুণীজনদের তথ্যচিত্র কোন টেকনিক্যাল অসুবিধার কারণে দেখানো সম্ভব হয়নি। কবিতা ও গান পর্বে রুহুল কুদ্দুস সাহেবের বক্তব্য প্রণিধানযোগ্য।
আরো বক্তব্য রাখেন সুরজিৎ দাস প্রমূখ। বিশিষ্ট উপস্থিতি- নতুন গতি সম্পাদক এমদাদুল হক নূর, আপনজন সম্পাদক জাহিদুল ইসলাম, নিতাই চরণ চট্টোপাধ্যায় হোমিও কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান ডক্টর কে এ মোহিত, বিশিষ্ট তথ্যচিত্রকার মুজিবুর রহমান প্রমুখ । কবিতা পাঠ করেন ইকবাল দরগাই, আনোয়ার হোসেন, আসাদ আলী, সুরাইয়া পারভিন, বিমান পাল, আব্দুল করিম, গান করেন আনোয়ার হোসেন, ইনাস উদ্দিন, সোহেদ পারভেজ মল্লিক, রুসিয়া মল্লিক প্রমুখ।