কলকাতা 

ওয়াকফ বিল বাতিলের দাবিতে কলকাতায় এসডিপিআই-এর বিক্ষোভ মিছিল

শেয়ার করুন

২১ ফেব্রুয়ারি, কলকাতা: ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করতে কেন্দ্রীয় সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন আইনি পরিবর্তনের মাধ্যমে প্রান্তিক ও সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করার চেষ্টা চলছে। তারই অংশ হিসেবে ওয়াকফ সংশোধনী বিল পাস করার পরিকল্পনা করা হয়েছে, যা মুসলমানদের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উপর সরাসরি আঘাত। দেশজুড়ে ব্যাপক বিরোধিতা সত্ত্বেও বিলকে কৌশলে যৌথ সংসদীয় কমিটির (JPC) থেকে অনুমোদন নিয়ে রাজ্যসভায় পেস করা হয়েছে।

বিলের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। “ওয়াকফের সুরক্ষা, সমাজের নিরাপত্তা” শিরোনামে দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে, যার আওতায় দিল্লি, কেরল, কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারসহ ১৯টি রাজ্যে লাগাতার জনসভা, মিছিল ও ধর্ণার মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রয়েছে।

Advertisement

আজ কলকাতার মল্লিকবাজার থেকে রাজাবাজার পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এসডিপিআই-এর রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম। তিনি বলেন—”ওয়াকফ সম্পত্তি রক্ষার লড়াই শুধুমাত্র মুসলমানদের স্বার্থ রক্ষার লড়াই নয়, এটি সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই। ভারতীয় মুসলমানরা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের মতো করে এই লড়াই চালিয়ে যাবে এবং নিজেদের জীবন ও সম্পদের বিনিময়েও এই ষড়যন্ত্র প্রতিহত করবে। এসডিপিআই-এর জন্মই হয়েছে ভয়মুক্ত ভারত গড়ার সংকল্প নিয়ে, এবং এই সংকটময় পরিস্থিতিতে দেশকে নেতৃত্ব দেওয়া আমাদের অঙ্গীকার।”

প্রতিবাদ সভায় ওমেন ইন্ডিয়া মুভমেন্ট (WIM)-এর জাতীয় সভাপতি ইয়াসমিন ইসলাম বলেন— “ওয়াকফ সম্পত্তির ওপর আঘাত মানে সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্বের ওপর আঘাত। তাই শুধু পুরুষরা নয়, নারীদেরও সমানভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। ওমেন ইন্ডিয়া মুভমেন্ট শেষ পর্যন্ত এসডিপিআই-এর পাশে থাকবে এবং সরকারকে যে কোনো মূল্যে এই বিল বাতিল করতে বাধ্য করবে।”

রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন রাজ্যে মুসলিমদের ওপর অত্যাচার, পরিকল্পিত হত্যা ও উচ্ছেদের ষড়যন্ত্র ক্রমশ বাড়ছে। এ বিষয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা জরুরি। রাজ্য সহ-সভাপতি আব্দুল কাইউম খান সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়ে বলেন, “আমাদের ঐক্যই একমাত্র হাতিয়ার, যার মাধ্যমে সংবিধানবিরোধী শক্তির ষড়যন্ত্র ব্যর্থ করা সম্ভব।”

সভায় আরও বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক মো. সারুর আলম, রাজ্য কোষাধ্যক্ষ মো. আফতাব আলম, এবং কলকাতা জেলা কমিটির সদস্য জইনুল আবেদিন।

এসডিপিআই স্পষ্ট করে জানাচ্ছে যে, ওয়াকফ সম্পত্তি রক্ষার এই লড়াই শুধু একটি সম্প্রদায়ের নয়, এটি গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই! সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর আঘাত কখনোই মেনে নেওয়া হবে না। সরকারকে বাধ্য করা হবে এই বিল বাতিল করতে!


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ