দেশ 

সরকারের কোনও অধিকার নেই অলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের; এই রায় মোদীর একনায়কতন্ত্রের মুখোশ উন্মোচিত করল দাবি কংগ্রেস নেতা সরদার আমজাদ আলীর

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিবিআই প্রধান পদ থেকে  অলোক ভার্মাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়া হয়নি বলে আজ এক রায়ে  সুপ্রিম কোর্ট জানিয়েছে।  পাশাপাশি অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসাবে এম নাগেশ্বর রাওতে দায়িত্ব দেওয়া নিয়েও সুপ্রিম কোর্ট নিজেদের মতামত জানিয়েছে।
আদালত আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকারের কোনও অধিকার নেই অলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর। সর্বোচ্চ আদালত বলেছে, একমাত্র উচ্চ পর্যায়ের কমিটি সিবিআই ডিরেক্টরের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। সেই কমিটিতে থাকবে প্রধানমন্ত্রী, ভারতের মুখ্য বিচারপতি, লোকসভায় বিরোধী দলনেতা। এই কমিটি সিদ্ধান্ত নেবে অলোক ভার্মার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে কিনা। পাশাপাশি দেশের শীর্ষ আদালত  এও জানিয়েছে, অলোক বর্মা কোনও বড় নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। যতক্ষণ না উচ্চ পর্যায়ের কমিটি তাঁর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয় ।

সিলেক্ট কমিটি এক সপ্তাহের মধ্যে বৈঠক করে অলোক ভার্মার বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর অলোক ভার্মাকেই সিবিআই ডিরেক্টর পদ ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । তবে সিলেক্ট কমিটির বৈঠকের পরই অলোক ভার্মা নীতিগত সিদ্ধান্ত পারবে । উল্লেখ্য , সিবিআই ডিরেক্টর অলোক ভার্মা ও জয়েন্ট ডিরেক্টর রাকেশ আস্থানার মধ্যে ঘুষ কান্ড অভিযোগ ওঠে । তারপরেই প্রধানমন্ত্রীর দফতর দুজনকেই পদ থেকে সরিয়ে দেন । এরপর অলোক ভার্মা সুবিচারের আশায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন । সেই মামলার চূড়ান্ত রায় আজ সুপ্রিম কোর্ট দিয়েছে ।

Advertisement

কংগ্রেস নেতা সরদার আমজাদ আলী অলোক ভার্মা মামলায় সুপ্রিম কোর্টের রায় স্বাগত জানিয়ে বলেছেন , বিরোধীরা এতদিন ধরে নরেন্দ্র মোদী একনায়কতন্ত্রের যে অভিযোগ করে আসছিল আজ তা আদালতের কষ্ঠি পাথরে প্রমাণিত হয়ে গেল । সুপ্রিম কোর্টের এই রায় নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রীর দফতরের বিরুদ্ধে গেছে । গনতন্ত্রের জয় হয়েছে । মোদীর স্বৈরাচারিতা ও একনায়কতন্ত্রের মুখোশ এই রায়ে উন্মোচিত হয়েছে বলে প্রাক্তন সাংসদ আমজাদ আলী মনে করেন ।


শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × two =