সকলের প্রতুলদা চলে গেলেন! গভীর শোক প্রকাশ মমতার
বিশেষ প্রতিনিধি : বেশ কয়েক সপ্তাহ ধরে কলকাতার এস এস কে হাসপাতালে চিকিৎসাধীন থাকার উপর শনিবার করে চির ঘুমের দেশে চলে গেলেন সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বছরের শুরু থেকেই অসুস্থতা কাবু করেছিল তাঁকে। তখন থেকে তিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সঙ্গীত দুনিয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই জনপ্রিয় শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।