অবৈধভাবে আমেরিকায় থাকা ভারতীয়দের ফিরিয়ে নেওয়া হবে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বাংলার জনরব ডেস্ক : আমেরিকায় বসবাসরত অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেবে ভারত সরকার। শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মোদি জানিয়ে দিলেন,আমেরিকায় যে সকল ভারতীয় অবৈধ ভাবে বসবাস করছেন, তাঁদের ফিরিয়ে নিতে প্রস্তুত ভারত।
আমেরিকায় অনুপ্রবেশ এবং অবৈধ ভাবে বসবাস করার নেপথ্যে মানবপাচার চক্র জড়িত রয়েছে বলে দাবি করেন মোদী। এই চক্র ভাঙার কাজে ট্রাম্প ভারতকে পূর্ণ সাহায্য করবেন বলেও আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে মোদী বলেন, “যাঁরা অবৈধ ভাবে বিভিন্ন দেশে থাকছেন, তাঁদের সেই সব দেশে থাকার আইনি অধিকার নেই। আমরা বরাবর বলে আসছি যে, যদি ভারতের কোনও নাগরিক অবৈধ ভাবে আমেরিকায় থাকেন, তবে ভারত তাঁদের ফিরিয়ে নিতে প্রস্তুত।”
যাঁরা অবৈধ ভাবে আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকছেন, তাঁদের অধিকাংশই ভুল বুঝে বড় স্বপ্ন দেখে দেশ ছেড়েছেন বলে জানান মোদী। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও জানান, মানবপাচার চক্রকে গোড়া থেকে নির্মূল করতে পদক্ষেপ করতে হবে। এই কাজে ট্রাম্পকে পাশে পাওয়ার ব্যাপারে আশাবাদী মোদী।
গত সপ্তাহে ১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে আমেরিকার একটি সামরিক বিমান অমৃতসরে নামে। এঁদের মধ্যে কয়েক জনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বাকিরা বেআইনি ভাবে মেক্সিকো সীমান্ত পেরিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। একাধিক সংবাদমাধ্যমের খবরে প্রকাশিত হয় যে, আমেরিকার পুলিশ অবৈধ অভিবাসী ভারতীয়দের বিমানবন্দরে এনেছিল শিকলে বেঁধে! হাতকড়া পরিয়ে! সংসদের বাজেট অধিবেশনে এই নিয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদেরা। গত শুক্রবার ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, ট্রাম্পের প্রশাসন তাঁদের জানিয়েছে, ৪৮৭ জন অবৈধবাসী ভারতীয় নাগরিককে আমেরিকা থেকে অপসারণ করা হবে!