দেশ 

জেলেই প্রেম!খুনের মামলায় অভিযুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই বন্দিকে বিয়ের জন্য প্যারোলে মুক্তি দিল আদালত

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : খুনের মামলায় অভিযুক্ত হয়ে যাবজ্জীবন হয়ে রাজস্থানের একই জেলে বন্দী ছিলেন দুই ছেলেমেয়ে। একজনের বয়স ৩১ বছর নাম প্রিয়া শেঠ অন্যজনের নাম হনুমান প্রসাদ বয়স ২৯। জেলের মধ্যেই দুজনের মধ্যে প্রেম তারপর এই বন্দী যুগল এক সূত্রে নিজেদের জীবনকে গেঁথে বৈবাহিক জীবন পেতে চেয়েছিল সেই অনুসারে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল দুজনে। রাজস্থানের জেলে বন্দি এই দুই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে প্যারোলে মুক্তি দিলো জয়পুরের আদালত। আজ শুক্রবার তাদের বিয়ে হওয়ার কথা। আর বিয়ের পর ১৫ দিন জেলের বাইরে থাকবে সেই মতো আদালত প্যারোলে মুক্তি দিয়েছে।

উভয়েই ২০২৩ সালে দুই ভিন্ন খুনের মামলায় দোষীসাব্যস্ত হন। বর্তমানে তাঁরা রয়েছেন জয়পুরের সাঙ্গানেরে ‘ওপেন এয়ার’ জেলে। এই জেলের কড়াকড়ি অন্য জেলের তুলনায় অনেকটা কম। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই জেলের বাছাই করা কিছু বন্দিকে সংশোধনাগারের বাইরেও কাজ করতে যেতে দেওয়া হয়। যদিও সন্ধ্যার মধ্যে তাঁদের আবার ফিরে আসতে হয়। এমনই এক জেলে ২০২৩ সাল থেকে বন্দি রয়েছেন প্রিয়া এবং হনুমান। জানা যাচ্ছে, জেলের বন্দি জীবনেই দু’জনের ঘনিষ্ঠতা শুরু হয় এবং প্রেমে পড়েন যুগল।

Advertisement

তবে দু’জনেরই অতীত ভয়ঙ্কর। ২০১৮ সালে ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবককে প্রেমের জালে ফাঁসিয়ে তাঁকে খুন করার অভিযোগ উঠেছিল প্রিয়ার বিরুদ্ধে। পরে স্যুটকেস থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। ২০২৩ সালে ওই খুনের মামলায় দোষীসাব্যস্ত হন প্রিয়া এবং তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। অন্য দিকে ২০১৭ সালে পাঁচ জনকে খুনের অভিযোগ ওঠে হনুমানের বিরুদ্ধে। জানা যাচ্ছে, ওই সময়ে এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল হনুমানের। ‘পথের কাঁটা’ সরাতে মহিলার স্বামী, তিন সন্তান এবং এক আত্মীয়কে খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই ঘটনায় ২০২৩ সালে দোষীসাব্যস্ত হন হনুমান। সেই থেকে তিনিও জয়পুরের জেলে যাবজ্জীবন সাজা খাটছেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ