দেশ 

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি জয়! উন্নয়ন ও সুশাসনের আশ্বাস দিল্লীবাসীকে নরেন্দ্র মোদির

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ২৭ বছর পর দিল্লিতে বিপুল জয় ক্ষমতায় এলো বিজেপি। গেরুয়া শিবিরের এই বিপুল আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে নরেন্দ্র মোদির। ভোটের ফলাফল স্পষ্ট হতেই দিল্লিবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।এই জয়কে তিনি ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে উল্লেখ করেছেন।

সমাজমাধ্যমে পোস্ট করে মোদী দিল্লি জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পোস্টে তিনি প্রথমেই দিল্লিবাসীকে ধন্যবাদ জানান। তাঁর কথায়, ‘‘মানুষের আশীর্বাদ পাওয়ায় আমরা সম্মানিত।’’ তার পরই তিনি প্রতিশ্রুতি দেন, ‘‘দিল্লির উন্নয়নে আমরা কোনও রকম ফাঁক রাখব না। দিল্লিবাসীর জীবনযাত্রাকে আরও উন্নত করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’’ ‘বিকশিত ভারত’-এর গুরুত্বপূর্ণ অংশ হবে দিল্লি, জানান মোদী। একই সঙ্গে দিল্লিতে জয়ের জন্য বিজেপি কর্মীদেরও ধন্যবাদ জানান। মোদী মনে করেন, তাঁদের কঠোর পরিশ্রম ছাড়া এই জয় সম্ভব হত না।

Advertisement

২০১৪ সালে লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদী। ঠিক তার পরের বছরই ছিল দিল্লির বিধানসভা নির্বাচন। তখনও দেশ জুড়ে চলছিল মোদী ঝড়। বিধানসভা ভোটে প্রচারও করেন তিনি। কিন্তু জিততে পারেনি বিজেপি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে আরও বেশি সংখ্যক আসন জিতে ক্ষমতা ধরে রাখেন মোদী। তবে ২০২০-এর দিল্লির বিধানসভা ভোটেও আপের কাছে হারতে হয় বিজেপিকে। ২০২৫ সালে পালাবদল হল। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বার মোদী দিল্লি জয়ের স্বাদ পেলেন। দিল্লির বিধানসভা ভোটে জিতে দিল্লিবাসীকে ‘গ্যারান্টি’ দিলেন মোদী। ‘উন্নয়নের গ্যারান্টি’।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ