কলকাতা 

খাস জমি ও নদীর চর দখল নিয়ে রিপোর্ট তলব নবান্নের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : খাস জমি ও নদীর চর দখল করে বেআইনিভাবে তা বিক্রী ও অবশিষ্ট জমির ব্যাপারে ব্লকওয়াড়ি বিস্তারিত রিপোর্ট চেয়ে রাজ্য সরকার, উত্তরবঙ্গের শিলিগুড়ির ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে চিঠি দিয়েছে। চিঠিতে চলতি মাসের শেষে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত উত্তরবঙ্গ সফরের আগেই সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, শিলিগুড়িতে মহানন্দা থেকে বালাসন  অন্যদিকে পঞ্চনই থেকে মহানন্দা বাঁধ পর্যন্ত বিভিন্ন জায়গায় জমি মাফিয়ারা বেআইনিভাবে জমি ও নদীর চর দখল করে তা চড়া দামে বিক্রী করে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক ও কর্মীরাও এই কাজে যুক্ত রয়েছে বলে মুখ্যমন্ত্রী গতবছর উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে স্পষ্ট করে জানিয়েছিলেন।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − seven =