কুম্ভ মেলায় ফের বিপত্তি!পদপিষ্ট এর ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই আগুন লাগল মেলা প্রাঙ্গণে! চরম অস্বস্তিতে যোগী প্রশাসন
বিশেষ প্রতিনিধি : ২৯ শে জানুয়ারি কুম্ভ মেলা প্রাঙ্গণে পদপিষ্ট হয়ে ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে অসংখ্য মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। অন্যদিকে অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই। চব্বিশ ঘন্টার মধ্যেই আবার আগুন লাগলো কুম্ভ মেলার সেক্টর ২২ নম্বর এলাকায়। এই আগুনে পুড়ে গেল বেশ কয়েকটি তাবু খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীকে পৌঁছায় একই সঙ্গে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে যান।তাঁবুতে কোনও মানুষজন ছিলেন না বলে প্রাণহানি ঘটেনি। এখনও আগুনের কারণ জানা যায়নি। এর আগে গত ১৯ জানুয়ারি আগুন লেগেছিল কুম্ভমেলার সেক্টর ১৯-এ। গীতা প্রেসে প্রায় ১৮০টি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কুম্ভমেলার সেক্টর ২২-এর একটি তাঁবুতে আগুন লাগে। তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ১৫টি তাঁবু পুড়ে গিয়েছে বলে খবর।
বুধবারই কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। মৌনী অমাবস্যা উপলক্ষে কুম্ভমেলায় ‘শাহি স্নান’-এর জন্য মঙ্গলবার রাত থেকেই ভিড় বৃদ্ধি পেতে শুরু করে। রাত ২টো নাগাদ ব্যারিকেড ভেঙে যায় ভিড়ের চাপে। ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে যান। সেই সময়ে বাকিরা তাঁদের মাড়িয়ে এগিয়ে যান। এই ঘটনার পর ‘শাহি স্নান’ দীর্ঘ ক্ষণ বন্ধ রাখা হয়েছিল। তার পরের দিন আবার আগুন লাগার ঘটনা হল কুম্ভে।
এর আগে ১৯ জানুয়ারি কুম্ভে পুড়ে গিয়েছিল গীতা প্রেসের প্রায় ১৮০টি তাঁবু। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, গীতা প্রেসের রান্নাঘরে চা তৈরির সময় গ্যাস লিক করে আগুন লেগেছিল। তার জেরে রান্নাঘরে রাখা আরও দু’টি সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। সেই আগুন ক্রমে ছড়িয়ে পড়ে।
কুম্ভমেলায় বার বার এই বিপত্তির কারণে প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুরক্ষার কারণে কুম্ভমেলায় ৫০টি অগ্নি নির্বাপণ কেন্দ্র রয়েছে। ২০০০ দমকল কর্মী দিন-রাত কাজ করছেন। দমকলের ৩৫০টি ইঞ্জিনও রয়েছে।
মহা কুম্ভ মেলায় এই ধরনের ঘটনা বার বার ঘটায় নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ এর প্রশাসনিক ব্যর্থতায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। হিন্দুত্বের দুই মসিহার আমলে যেভাবে হিন্দুরা বিপন্ন হয়ে পড়ছে তা এক কথায় অকল্পনীয়। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে মহা কুম্ভ মেলার বিপত্তি নিয়ে বেশ খানিকটা ব্যাকফুটে চলে গেল বিজেপি।