কলকাতা প্রচ্ছদ 

Higher Secondary Examination 2025 : পরীক্ষা হলে টুকলি করলে ও মোবাইল নিয়ে ধরা পড়লে বাতিল হবে পরীক্ষা কড়া পদক্ষেপের হুঁশিয়ারি উচ্চ মাধ্যমিক সংসদের

শেয়ার করুন

মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও টুকলি করার প্রবণতা দিন দিন বাড়ছে। একাধিক জেলা থেকে সেই ছবি উঠে আসে প্রতিবছর। তবে এবার সেই টোকাটুকি রুখতে এবার কঠোর ব্যবস্থা নিচে উচ্চমধ্যমিক সংসদ।

উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে দুটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবারও পরীক্ষার হলে মোবাইল নিয়ে কোনওভাবেই প্রবেশ করা যাবে না।সতর্ক করার পরেও কেউ যদি মোবাইল নিয়ে পরীক্ষার হলে থাকেন তবে তার ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে।

Advertisement

আগামী ৩ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এরপর ১৮ মার্চ উচ্চমাধ্য়মিক পরীক্ষা শেষ হবে। এবার প্রশ্নপত্র পাঠানোর ক্ষেত্রে সবরকম সতর্কতা অবলম্বন করা হবে। ছোট ছোট প্যাকেটে সেই প্রশ্নপত্র পাঠানো হবে। সেই প্রশ্নপত্র প্রধান শিক্ষক বা ভেনু সুপারভাইজারের ঘরে খোলা হবে না। পরীক্ষার হলের মধ্য়ে পরীক্ষার্থীদের সামনেই এই প্রশ্নপত্র খোলা হবে।

এবার উচ্চমাধ্য়মিক পরীক্ষায় প্রত্যেক ঘরে দুজন করে পর্যবেক্ষক রাখা বাধ্য়তামূলক করা হচ্ছে। প্রতি ২৫ জন পরীক্ষার্থী পিছু ১ জন করে পর্যবেক্ষক রাখা হবে। কিন্তু স্কুলে এত শিক্ষক আদৌ সর্বত্র মিলবে কি না তা নিয়েও প্রশ্ন উঠছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ