২০ লক্ষ টাকা নিয়ে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা! সিবিআই মামলা করল সিবিআই আধিকারিকের বিরুদ্ধে
বাংলার জনরব ডেস্ক : দুর্নীতির তদন্ত করতে গিয়ে সিবিআই অফিসার নিজেই ঘুষ খেয়ে দুর্নীতির চাপা দেওয়ার চেষ্টা করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে এক অফিসারের বিরুদ্ধে। তা নিয়ে এবার সিবিআই নিজেই তদন্ত করতে নেমেছে।
ঘটনাটি ২০২৩ সালের মার্চ মাসের। মুম্বইয়ে শুল্ক দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তের ভার দেওয়া হয় ভাস্করকে। তিনি সিবিআইয়ের ডেপুটি পুলিশ সুপার। ওই শুল্ক দফতরের আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি এবং তাঁর সহযোগীরা প্রয়োজনীয় শুল্ক না-নিয়েই পণ্য ছেড়ে দিতেন। তার বিনিময়ে মোটা অঙ্কের ‘ঘুষ’ নিতেন! সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই।
সেই তদন্ত করতে গিয়েই ভাস্করও জড়িয়ে পড়েন ঘুষকাণ্ডে। অভিযোগ, ওই শুল্ক আধিকারিকের থেকে টাকা নিয়ে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন ভাস্কর। অভিযুক্তের কাছ থেকে ২০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ভাস্করের বিরুদ্ধে। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরই সিবিআই তার নিজের আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।