কলকাতা 

বাঘাযতীন, ট্যাংরা, বাগুইআটির পরে তপসিয়ায় হেলে পড়লো চারতলা ফ্ল্যাট বাড়ি

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বাঘাযতীন, ট্যাংরা, বাগুইআটির পরে তপসিয়া। তপসিয়ার লোকনাথ বোস গার্ডেন রোডে একটি চারতলা ফ্ল্যাটবাড়ি হেলে পড়েছে বলে শুক্রবার সকালে নজরে এল স্থানীয়দের। স্থানীয়দের দাবি, বাড়িটি সাত-আট বছর আগে তৈরি হয়েছে। তাঁরা আঙুল তুলেছেন কলকাতা পুরসভার দিকে। উদ্বেগে রয়েছেন বাড়ির বাসিন্দারা। শুক্রবার সকালে বাড়িটি পরিদর্শন করে বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন স্থানীয় ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলি বসু। তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

লোকনাথ বোস গার্ডেন রোডে যে বাড়িটি হেলে পড়েছে, তার থেকে ৫০ মিটার দূরে ১০ই মহেন্দ্র রায় লেনে আরও দু’টি বাড়ি হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়েরা। তাঁদের আশঙ্কা, যে কোনও সময় বাড়ি দু’টি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। বাড়ির বাসিন্দারা সন্ত্রস্ত হলেও তা ছেড়ে যেতে নারাজ।

Advertisement

শুক্রবার সকালে তপসিয়ার গুলোপাড়ার বাসিন্দাদের নজরে পড়ে যে, সেখানে চারতলা একটি ফ্ল্যাটবাড়ি অন্য একটি ফ্ল্যাটবাড়ির গায়ে হেলে পড়েছে। যে ফ্ল্যাটবাড়িটি হেলে পড়েছে, সেটি সাত-আট বছর আগে তৈরি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়েরা। তাঁদের আরও অভিযোগ, হেলে পড়া বাড়িটিতে ঠেকনা দেওয়ার জন্য লোহার রডও বসানো হয়েছে। স্থানীয় এক বাসিন্দা কৌশিক দাস বলেন, ‘‘সরু রাস্তার ধারে পাশাপাশি দু’টি ফ্ল্যাটবাড়ি রয়েছে। ওই দু’টি বাড়ির মাঝে কোনও জায়গা ছাড়া নেই বললেই চলে। তার মধ্যে চার তলা বাড়ির অনুমতি দেওয়া হয়েছে।’’ স্থানীয়দের অভিযোগ, পুরসভা দেখেও না দেখার ভান করছে। সব কিছু বিচার না করেই ফ্ল্যাট তৈরির অনুমতি দিয়েছে।

কাউন্সিলর জলি লোকনাথ বোস গার্ডেনের ওই বাড়িটি দেখতে গিয়েছেন। হেলে পড়া বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। বাসিন্দাদের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘‘আপনাদের অসুবিধা হলে আমরা রয়েছি।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ