কলকাতা 

আরজিকর কাণ্ডে সাজা প্রাপ্ত প্রধান অভিযুক্ত সঞ্জয় রাই নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছেন জানিয়ে দিলেন আইনজীবী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরের কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলাই শিয়ালদহ আদালত প্রধান অভিযুক্ত সঞ্জয় রাইকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই। তাকে বেকসুর খালাস করার জন্যই হাইকোর্টের দ্বারস্থ হবে তারা আইনজীবী। সিভিক ভলেন্টিয়ার এর আইনজীবী।

আইনজীবী সেঁজুতি চক্রবর্তী জানালেন, কোনও অভিযুক্ত নিম্ন আদালতে দোষী প্রমাণিত হলেও উচ্চ আদালতে আবেদন করার অধিকার রয়েছে তাঁর। সেই অধিকার থেকেই উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা। এই আবেদন নিয়ে পরিকল্পনা করার জন্য কিছু সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনে সঞ্জয়কে শনিবার দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ কোর্ট। সোমবার তাঁর শাস্তি শুনিয়েছেন বিচারক অনির্বাণ দাস। তার পরেই সঞ্জয়ের আইনজীবী সেঁজুতি বলেন, ‘‘উচ্চ আদালতের দ্বারস্থ হব। যে কোনও অভিযুক্ত, যিনি দোষী প্রমাণিত হচ্ছেন, তাঁর অধিকার থাকে উচ্চ আদালতে আবেদন করার। এই আবেদনের পরিকল্পনা করার জন্য সময় নেব।’’ তার পরেই তিনি জানিয়ে দিয়েছেন, সঞ্জয়কে ‘নির্যাতিত’ বলে মনে করছেন তাঁর আইনজীবীরা। তাঁর কথায়, ‘‘আমরা সঞ্জয়কে নির্যাতিত বলে মনে করছি। হাই কোর্টে যাবই। এটা আমাদের অধিকার। তাঁকে খালাস করানোর জন্যই যাচ্ছি।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ